নীল বি’কি’নিতে নতুন লুকে ফের আগুন ধরালেন উরফি জাভেদ, সোশ্যাল মিডিয়ায় নিমিষে ভাইরাল

এই শীতেও উত্তাপ ছড়াচ্ছে উর্ফি জাফেদ!! খোলামেলা পোশাকে এদিন ধরা দিলেন ক্যামেরার লেন্সের সামনে, যা দেখে অনেকেই একেবারে হতবাক, কেউ কখনো তাঁকে এতটাও খোলামেলা পোশাকে দেখেননি।বারেবারেই তিনি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছেন, চর্চিত হয়েছেন তার পোশাকের জন্য, কিন্তু এবারে একটু বেশি খোলামেলা হয়ে গেছে।

আমাদের সকলেরই পরিচিত মুখ উর্ফি জাফেদ, যিনি একজন বিগ বসের ওটিটির প্রতিযোগী, গাড়ি থেকে নেমে পোজ দেওয়ার সময় একজনের সহসা মুখ থেকে বেরিয়েই গেল একেবারে যেন ধামাল করে দিয়েছেন তিনি এবার।বরাবরই পোশাকের জন্য তিনি চর্চিত হন, কখনো বিকিনির সাথে শর্ট স্কার্টসে আগুন ধরান, তো কখনো নীল রঙের বিকিনি ওপর যেন কাপড় মেলে ধরেন, এতটাই উন্মুক্ত পোশাক। তবে এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে জানান যে, সংখ্যালঘু সম্প্রদায় থেকে তিনি এধরনের অনেক বাজে কমেন্ট্স পেয়ে থাকেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে পছন্দ করেন না, যে কারণে তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ব্যক্তির সাথে বিয়ে করবেন না। কারণ তিনি মনে করেন প্রতিটি মানুষেরই একটি নির্দিষ্ট আয়ত্তের মধ্যে থেকে কথা বলা উচিত, তার বাইরে বেরিয়ে কাউকে কোনো মন্তব্য করা উচিত নয়। সোশ্যাল সাইট থেকেও তার এই ধরনের পোশাক নিয়ে নানান কুরুচিকর মন্তব্য বারবারই উঠে আসে,যা তার একদমই পছন্দ করেন না উর্ফি জাফেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button