অসুস্থ বানর শিশুকে নিজে কোলে তুলে নিয়ে মাতৃস্নেহে খাইয়ে দিচ্ছে সুস্থ করছেন এই মহিলা, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজনেদের

আবারও এক মানবিকতার ছবি ধরা পরল সোশ্যাল মিডিয়ার পাতায়, এর আগেও আমরা এ ধরনের বহু মানবিকতার ছবি দেখেছি, প্রেম নিয়ে বিভিন্ন রকম ভিডিও দেখেছি। যা দেখে আমাদের মন ভালো হয়ে গেছে, এবার তেমনই একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে একটি ছোট্ট বাচ্চা হনুমানকে এক মহিলা নিজের বাচ্চার মত আদর করছেন, এমনকি ঘুমও পাড়াচ্ছেন এই মহিলা।
মহিলার নাম মোনালিসা, এখানেই শেষ নয় তাঁর আরেকটি পরিচয়ও আছে। তিনি ইউটিউবে নিজের চ্যানেলও চালান, ভিডিও আপলোড করেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে। এবার তারই আরেকটি অপর রূপ দেখা গেলো, পশু প্রেমির রূপ, নিজে মাতৃস্নেহে আদর করছেন এই বাচ্চা ছোট্ট হনুমানকে।
এছাড়া তার বাড়ীতে আসা এরকম বহু ক্ষুধার্ত হনুমানদের তিনি যত্নসহকারে খাওয়াচ্ছেন, এমন ছবিও ধরা পড়েছে। এই সমস্তটাই ভিডিও করেছেন মোনালিসার স্বামী এবং তিনি এটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। আপলোড করার সাথে সাথেই এটি প্রচুর দর্শক দেখেন এবং তারা যথেষ্ট পছন্দও করেছেন এই ভিডিওটি।
তার ফলশ্রুতি হিসেবে ভিডিওটিতে এমন বহু ভালো ভালো কমেন্ট করেছেন দর্শকরা, হয়তো এখন সবটাই মানুষের সোশ্যাল মিডিয়া বিখ্যাত হওয়ার একটি মানসিক রোগ, তাই খুঁটিনাটি বিষয়গুলিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আপলোড করছেন। যাতে তিনি ভাইরাল হতে পারেন। বর্তমানে মানুষের এখন এটি এক অন্যতম প্রধান কাজ, যখনই যা কিছু দেখেন সবটাই মুঠোফোনে বন্দী করেন সোশ্যাল মিডিয়ার মত প্লাটফর্মে আপলোড করেদেন।