প্রায় 10 বছর ধরে নদী পরিষ্কার করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে এই বিশেষ সারমেয়, তার কার্যকলাপ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন

কি ভয়ঙ্কর দৃশ্য!!! যা কখনো কল্পনা করা যায় না, এরকম যদি আমার আপনার সাথে হয় আমরা হয়তো সে ঘটনার সামাল দিয়ে উঠতে পারব না, তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা চমকে দেবার মত।
এটি একটি পুলিশ স্টেশনের ঘটে যাওয়া ঘটনা, একটি লোক পুলিশ স্টেশনে বসে আছেন এবং অন্যান্য অফিসারদের সাথে কথোপকথনের ব্যস্ত। আচমকাই পুলিশ স্টেশনতে একটি সাপ প্রবেশ করে এবং লোকটির দিকে এগোতে থাকে। লোকটি পুলিশ অফিসারদের সাথে কথোপকথনের এতটাই ব্যস্ত যে সেদিকে খেয়াল করেননি।
হঠাৎ ই লোকটির অনেক টা কাছে এসে যায় সাপটি এবং লোকটির পা এর উপর কামড় দিতে ঝাঁপিয়ে পরে সে। যদিও কামড় দিতে পারেনি তার আগে ই লোকটি পা দিয়ে চেপে ধরে সাপটিকে,যদিও এই ঘটনা দেখে সোশাল প্রেমীরা যথেষ্টই অবাক হয়, কিন্তু তবুও লোকটি সেই মুহূর্তে সাহসিকতার পরিচয় দেখিয়েছে। অনেকক্ষণ এভাবে চলার পর হাতে করেই সাপটিকে ধরে ফেলেন তিনি, ঠিক যেভাবে সাপেদের উদ্ধার করার ব্যক্তিরা খুব সহজেই করে থাকেন।
কয়েক মুহুর্তেই সাপকে নিজের আয়ত্তে এনে ফেলে এবং অত্যন্ত দক্ষতার সাহায্যে তিনি সাপটিকে ধরেন। এর পরে কী হয়েছে যদিও ভিডিওটিতে দেখতে পাওয়া যায় নি। এটি সম্পূর্ণ পুলিশ স্টেশনের ভিতরে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পরেছে, তাই লোকটি সাপটিকে ধরে পরে কি করলেন সেটি আর সেখানে পাওয়া যায়নি কিন্তু এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া যথেষ্টই ভাইরাল হয়েছে।