দুর্গাপূজার মরসুমে প্রকাশিত হল মদন মিত্রের নতুন মিউজিক অ্যালবাম! ভিডিও নিমেষে ভাইরাল

আর কিছুদিন পরেই দুর্গাপুজো। ইতিমধ্যেই মানুষের পুজোর শপিং শুরু হয়ে গেছে। শপিংমলে বেড়েছে ভিড়। করোনার মধ্যে সবকিছু ভুলে গিয়ে কিছুদিন আনন্দ করতে চাই সকলে, আর তা হয় শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে। তাই এখন থেকেই সাজে সাজ রব সর্বত্র।

দুর্গাপূজার প্রাক্কালে বিভিন্ন মিউজিক অ্যালবাম রিলিজ হতে আমরা দেখেছি। চলতি বছরে যেমন একটি মিউজিক অ্যালবাম সম্প্রতি রিলিজ হবে যেখানে আমাদের সকলের প্রিয় রাজনীতিবিদ মদন দা কে গান গাইতে শোনা যাচ্ছে। ধুতি পাঞ্জাবি পরে পুরনো স্টাইলে মদন দা গান গাইছেন। আহা কি মনোরম দৃশ্য।

গান গাইতে গাইতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুনোগান করতে ভোলেননি তিনি। তার সঙ্গে বেশ কিছু প্রকল্পের নাম উচ্চারণ করেছেন তিনি। আবহ করেছেন মা দুর্গার। সব মিলিয়ে রাজনীতি এবং উৎসব মিলেমিশে একাকার হয়ে গেছে। সর্বশেষে নিজে স্টাইলে মদন দা বলে ওঠেন, ওহ লাভলি।

ইতিমধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটি। ঝড়ের গতিতে মানুষ নিজের টাইমলাইনে রাখছেন এই ভিডিওটি এবং সকলের মুখে মুখে শোনা যাচ্ছে এই গান। বীরেন্দ্র কিশোর ভদ্রের মহালয়ার এই গান একেবারে অন্য রূপে সকলের সামনে নিয়ে এসেছেন মদন দা। বিরূপ অথবা উপহাস নয় বরং ভালোবাসায় মানুষ ভরিয়ে দিয়েছেন এই গানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button