মাত্র 9 বছরের বোন ও 14 বছর বয়সে দাদা দুজনে মিলে যেভাবে মাসের 26 লক্ষ টাকা আয় করে জানলে আপনার হুশ উড়ে যাবে

জানার আগ্রহ এবং মানুষের ইচ্ছাশক্তির যে জীবনের আমূল পরিবর্তন আনতে পারে তা এদের দুজনকে না দেখলে বোঝা যেত না।সম্প্রতি ঝড় তুলেছে এই ভাইবোন ১৪ বছরের ঈশান ও বছর ৯ এর অনন্যা। এরা দুজনে মিলেই নিজেদের জানার তাগিদেই জেনে ফেলেছেন অদ্ভুত পন্থা, যেখান থেকে তারা মাসে আয় করছেন ৩৫ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় রূপান্তরিত করলে দাঁড়ায় ২৬ লক্ষ টাকা।
কিন্তু এত অল্প বয়সে কিভাবে সম্ভব হল এটি? জিজ্ঞাসা করলেই তাঁরা জানায়, তিনি ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন এ ধরনের সাথে প্রথমে পরিচিত ছিলেন না। গত ৭ মাস ধরে তিনি এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, তবে বিষয়টি তিনি আয়ত্তে আনতে পেরেছেন।
কিন্তু এ প্রসঙ্গে একটি কথা বলতেই হয় এই বিষয়টিকে নিয়ে যেখানে বড় বড় তাবড় তাবড় ব্যক্তিত্বরা হিমশিম খান ,তা এই অল্প ২ খুদে এই বয়সেই এত সাবলীলভাবে করতে সক্ষম হচ্ছেন কি করে? তা দেখে সবাই আশ্চর্য হয়ে যাচ্ছে, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন এই দুই ভাইবোন। তবে তারা জানিয়েছেন প্রথমে তাদের কাছে বেশি টাকা না থাকায় অল্প করে ইনভেস্ট করেছিলেন। প্রথম প্রথম তিন ডলার করে ইনকাম করতেন তাঁরা।
তারপর থেকে এখনো পর্যন্ত আস্তে আস্তে তাদের ইনকাম দাঁড়ায় মাসে প্রায় ২৬ লক্ষ টাকা।আর তাতে দুজনেই যথেষ্ট খুশি কারণ তারা এই ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন নিয়ে যথেষ্টই পড়াশোনা করেছেন। বিভিন্ন ম্যাগাজিন গুগোল নানান বিষয় সন্ধান করে নিজেদের চেষ্টা চালিয়ে গেছেন যে চেষ্টার ফল আছে তারা পাচ্ছেন।
তবে তাঁরা এখনও স্পষ্ট করে বলেননি যে, এই পথটি তাঁরা নিজেদের পেশা হিসেবে বেছে নেবেন কিনা। তাদের উপার্জিত টাকা তাঁরা ভবিষ্যতে নিজেদের উচ্চশিক্ষার জন্য বিনিয়োগ করতে চাইবে এটাই আশা রাখা যায়।ইতিমধ্যেই যথেষ্ট ই সাড়া ফেলেছে এরা।