রাস্তায় বেড়িয়ে হঠাৎ শার্টের বোতাম খুলে যাওয়ায় অ-ন্তর্বা-স দেখা যায়, তাতেই অস্বস্তিতে জাহান্নবি কাপুর

মিডিয়ার কাজই হলো সমস্ত চুলচেরা বিশ্লেষণ করে খবর বের করে আনা এবং সেই সমস্ত নিয়ে ভাইরাল করা। তেমনই একটি বিষয় হল বলিউড সিনেমা জগৎ, আমাদের কাছে যা গ্ল্যামারাস জগৎ , স্বপ্ন এর থেকে কম কিছু নয়। তবে এই জগতের নক্ষত্রদের বিভিন্ন সময় ভাইরাল হতে দেখা যায়, তেমনই ভাইরাল হয়েছেন জাহ্নবী কাপুর।
এর আগে অবশ্য তিনি বহুবার চর্চিত হয়েছেন, খবরের শিরোনামে উঠেছেন। তাঁকে নিয়ে চর্চাও হয়েছে। তবে এ সমস্ত কিছু এড়িয়ে যান তিনি বরাবরই, নিজেকে বোল্ড লুকে ধরা দিয়েছেন বহু বার, এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জাহ্নবী জিম থেকে বেরিয়েছেন যেখানে তাঁর পরনে সটস্ এবং সাদা শার্ট।
কিন্তু সাদা শার্টের বোতাম খোলা থাকায় তার মধ্য দিয়ে তাঁর অ-ন্তর্বা-স সহজেই নজরে পড়ছিল, সেটিও নজর পড়েছিল পাপারাৎজির এবং সেটিও ভিডিও করেন তাঁরা। সেই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপলোড হয়ে যায় এবং ভাইরাল হতেও সময় নেয় না। মানুষ এ ধরনের ভিডিও খুব সহজেই ভাইরাল করে দেন এবং মুখিয়ে থাকেন এই সমস্ত ভিডিও কখন সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে।
সেলিব্রিটিদের বহু সময় বহু অপ্রস্তুত পরিস্থিতির শিকার হতে হয়, আর সেগুলিই হয়ে যায় আমাদের কাছে চর্চার বিষয়। যদিও জাহ্নবী কাপুর দিনদিন এতটাই সুন্দরী ও লাস্যময়ী অভিনেত্রী হয়ে উঠছেন যে সবারই দৃষ্টি আকর্ষণ করেছেন। নিজের শারীরিক গঠনের দিকেও তাঁর যথেষ্ট তীক্ষ্ণ দৃষ্টি, নিয়ম করে জিম করেন এবং শরীর চর্চাতেও ব্যস্ত রাখেন নিজেকে।
শ্রীদেবী মতই জাহ্নবীও খুব সুন্দর নৃত্য শিল্পী, ইতিমধ্যেই তার হাতে রয়েছে অনেকগুলি ছবির কাজও, তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল- দোস্তানা 2 এবং গুড লাক জেরির মতো সিনেমা। তিনি সিনেমা জগতের নামার প্রথম দিন থেকেই বরাবরই যথেষ্ট চর্চা শিরোনামে আছেন, তিনি যথেষ্টই এক স্টার কিড।