রাস্তার ধারে পাথরের মধ্যে আটকে থাকা এক সাপকে সাহসের সাথে উদ্ধার করতে গিয়ে হলো বিপত্তি! রইলো সেই ভাইরাল ভিডিও

কি ভ-য়ঙ্কর এ দৃশ্য!!! যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ইতিমধ্যেই যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ার সাড়া ফেলেছে, তা অত্যন্ত রো-মহর্ষক একটি ভিডিও। এই ভিডিও এর আগে কখনো সোশ্যাল মিডিয়াতে কেউ দেখেছে বলে মনে হয় না, কিন্তু প্রশ্ন হলো কি এমন রোমহর্ষক ভিডিও? কী ঘটেছে ? যা নিয়ে এত উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল নেটওয়ার্কে।
ভিডিওটি একটি সাপকে উদ্ধার করার নিয়ে, রাস্তার ধারে কিছু ভাঙা পাথরের মাঝে ছিল এই ভ-য়ানক বিষধর সাপটি, যাকে উদ্ধার করতে গিয়ে ব্যক্তিটির বিপ-ত্তি ঘটে। কতগুলি সাহসী মানুষ যারা সাপটিকে উদ্ধার করে সেই স্থান থেকে, কিন্তু তাকে উদ্ধার করে রাস্তায় আনার সাথে সাথেই সাপটি ক্রমাগত মানুষটিকে আ-ক্রমণ করতে থাকে।
যার ফলে একটা সময় মানুষটির হাতে ছোবলও মারে সে, তবুও ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় নিজেকে তার হাত থেকে বাঁচবার কিন্তু সমস্ত চেষ্টাই তার বিফলে যায়। অবশেষে মানুষটি তাঁর হাতে থাকা অস্ত্রটি দিয়ে চেপে ধরে সাপটিকে, যাতে সে নড়াচড়া করতে না পারে।
মানুষটির সাহসিকতা দেখলে সাবাসি না দিয়ে পারা যায় না, কারণ এত কিছুর পরেও মানুষটি সাপটিকে উদ্ধার করেন এবং বাক্সবন্দি করে নিয়ে যান। সাপটি যথেষ্টই বিষধর, যেকোনো কিছু একটা বড়সড় বিপত্তি ঘটে যেতেই পারত। যতই তারা ট্রেনিংপ্রাপ্ত হোক তবুও আমরা বহু সময় দেখেছি এমন নানা বিপত্তি ঘটেছে, এই ভিডিওটি তার মধ্যে একটি অন্যতম ।