এবার রানু মণ্ডলের গলায় “বাদাম গান” , মুহূর্তে ভিডিও ভাইরাল!

আবারও রানু মন্ডল ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়,রানাঘাটের রানু এখন সোশ্যাল মিডিয়ায় বহুল পরিচিত এক মুখ।এরকম সেলিব্রিটিও বলা চলে, আসমুদ্রহিমাচল আলোড়িত হয় তাঁর কন্ঠের জাদুতে। এবার শোনা তারও কন্ঠে বাদামের গান, যে গান গেয়ে ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। যিনি বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের লক্ষীনারায়নপুর পঞ্চায়েতের কুরালজলি গ্রামের বাসিন্দা।
যিনি পেশায় একজন বাদাম বিক্রেতা। সিটি গোল্ডের চুরি, চেন, বালা, ভাঙ্গা মোবাইল, পায়ের মল ইত্যাদির বিনিময় মানুষকে বাদাম বিক্রি করে থাকেন এবং বাদাম বিক্রি করতে করতেই তিনি ইতিমধ্যে বাদামের গানও ফেঁদে ফেলেছেন।
যা সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে। প্রত্যেক মানুষের মুখে মুখে ফিড়ছে সেই গান। সেই গান গেয়ে আবার ভাইরাল করলেন রানু মন্ডল।তিনি তার সুরেলা গলায় সেই বাদাম গানকে এক অন্যমাত্রা দিলেন, যা শুনে তিনি এখন রীতিমত সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল শীর্ষে।