৬৩ বছরের এই অভিনেত্রিকে বিয়ে করতে চান অক্ষয় কুমার,কে সেই অভিনেত্রি জানুন

আজকালকার দিনে মানুষ তাঁর নিজের ফিল্মের স্টারদের জীবনে কি ঘটে চলেছে সেই সব ছোটো কথা জানার জন্যে খুব উতস্যুক থাকে ।আর যখন তাদের জীবিনে কিছু অজানা কথা তারা জানতে পেরে থাকে তারা খুব খুশি হয়ে থাকে ।মানুষ যতই অনেক স্টারদের বলিউডের ফিল্মে গুলি দেখতে পছন্দ না করে থাকুক কিন্তু তাদের জীবন যাত্রা এই সব কিছু জানার জন্যে তারা খুব উতস্যুক থাকে ।যদি তাদের কিছু অজানা কথা জানতে পারে ।আর বলিউডের স্টারদের নিয়েওনেক অজানা কথা আমাদের খবরের চ্যানেল গুলির মাধ্যমে জানতে পারা গিয়ে থাকে ।কিন্তু এছাড়াও তাদের অনেকে রকমের অজানা জিনিস আমাদের কাছে আজও অজানা থেকে যায় ।
কিছু কিছু জিনিস তাদের মাঝে মাঝে সামনে এসে থাকে আর সেই খবরটি সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়ে থ্যাকে ।আর বলিউডে যদি সব থেকে বেশী এক্সেন অভিনেতা নাম করা হয়ে থাকে তাহলে সবার আগে অক্ষয় কুমারের নাম আমাদের সামনে এসে থাকে ।কারন অক্ষয় কুমার বলিউডের সেই সব অভিনেত্রিদের মধ্যে একজন যাকে সকলেই খুব পছন্দ করে থাকে ।আর সারা ভারতে তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে ।আর অক্ষয় কুমার যাকে বলিউডের সকলেই খিলাড়ি নামে জেনে থাকে সে এখন তাঁর ফিল্মের জন্যে সকলের কাছে খুব চর্চার বিষয় ।আর অক্ষয় কুমার অনেক বছর ধরে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফিল্মে দিয়ে আসছেন আর তাঁর নিজের জীবনেও অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছে কিন্তু তিনি তা কে ফেলে এগিয়ে চলেছেন ।
আর আজ আমরা এমন এক অভিনেত্রি কথা বলব যার সাথে অক্ষয় কুমারের অনেক দিন সম্পর্ক ছিল ।আর আজ আমরা যে অভিনেত্রি কথা আপনাদের বলতি চলেছি সেই অভিনেত্রি আর কেউ নয় বলিউডের সব থেকে বড় অভিনেত্রি এক কালের রেখা ।আর তাঁর বয়স এখন ৬৩ বছর হয়ে গেছে ।আর রেখা ৮০ আর ৯০ দশকের টপ অভিনেত্রি মধ্যে একজন ছিলেন কিন্তু তাকে এখন আর ফিল্মের দুনিয়ায় দেখতে পাওয়া যায় না ।আর তিনি তেলেগু কন্নড় এই সব ফিল্মেও কাজ করেছেন ।আর অক্ষয় কুমার রেখা সাথে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু তা হতে পারেনি ।