২২০কোটি টাকার ব্যয়ে জন্মদিনের পার্টিতে নীতা আম্বানি যেভাবে নেচেছিলেন তার 2013 সালের 50তম জন্মদিনে, ভিডিও নতুন করে শেয়ার করলেন তার মেয়ে ইশা আম্বানি

মুকেশ আম্বানি ভারত তথা এশিয়া মধ্যে এখন সব থেকে বড় ব্যবসায়ী এবং তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। মুকেশ আম্বানি তার এই সমৃদ্ধির পাশাপাশি তার সহজ শৈলির জন্য পরিচিত। তার মতো তার পরিবার ও খুবই জনপ্রিয় বিশেষ করে তার স্ত্রী নীতা আম্বানি। তিনি তার ব্যয়বহুল শখের জন্য শিরোনামে আসেন। ১৯৬৩ সালে ১ নভেম্বর মুম্বাই জন্মগ্রহণ করেন। আগে তার নাম ছিল নীতা দালাল। তার বয়স এখন ৫৮ বছর। ২০১৩ সালে তার ৫০ তম জন্মদিন খুব ধুমধাম করে পালন করেছিল আম্বানি পরিবার।
View this post on Instagram
যোধপুর এর উমেদ ভবনে একটি গ্র্যান্ড পার্টি রাখা হয়েছিল। পুরো খরচা হয়েছিল প্রায় ২২০ কোটি টাকা। অনিল কাপুর, রণবীর কাপুর, জুহি চাওলা, প্রিয়াঙ্কা চোপড়া, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, উদ্ধব ঠাকরে, শাহরুখ খান, আমির খান সহ অনেক বড় সেলিব্রিটি নীতার জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে পৌঁছেছিলেন।