হেয়ার স্টাইল করতে গিয়ে চুলে আগুন দিতেই যুবকের মাথায় আগুন ধরে হলো বিপত্তি, ভিডিও আপনার হুশ উড়ে যাবে?

ফ্যাশন করতে গেলে মানুষকে কত কিছুই না সহ্য করতে হয়। সুন্দর দেখাতে গেলে অনেক কষ্ট করতে হয় তা একজন মেয়েই ভালো করে জানে। তবে সুন্দর দেখানোর ক্ষেত্রে মেয়েদের পাশাপাশি অনেকটাই এগিয়ে রয়েছেন এখন পুরুষরাও। রীতিমতো বিউটি পার্লারে গিয়ে নিজেকে সুন্দর করে তোলার চেষ্টা করেন অনেক পুরুষ। ফেসিয়াল, ট্রিম করে নিজেকে সুন্দর করে তোলেন পুরুষেরা।
সম্প্রতি আপনি হয়তো জেনে থাকবেন, চুল কাটার একটি অনবদ্য স্টাইল হলো চুলে আগুন লাগিয়ে দেওয়া। অবাক হলেও এটি একেবারে সত্যি। চুলে আগুন লাগিয়ে তারপর অভিনব কায়দায় চুল ছোট করে কেটে ফেলেন নাপিতরা। এই প্রক্রিয়ায় চুল কাটলে চুল কাটার সময় অনেক কমে যায়। আগুনে চুল পুড়িয়ে দিলে তাড়াতাড়ি চুল কাটা সম্ভব হয়।
কিন্তু এই কৌশল অবলম্বন করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হয়ে যান মানুষ। সম্প্রতি এমনই বিপদের হাত থেকে বাঁচালো একজন যুবক। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হলো সেই ভিডিও। মেন্স পার্লারে এসে অন্যদের মতো ওই যুবক চুলে আগুন লাগিয়ে চুল কাটার জন্য বসে ছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু আচমকা আগুন সারা শরীরে লেগে যায়।
উপস্থিত ব্যক্তিদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষণিকের জন্য বেঁচে যায় ওই যুবক। তবে প্রাণ ফিরে রীতিমত হতভম্ব সে, হয়তো বুঝতেই পারেনি, কি ঘটনা ঘটে গেল ক্ষণিকের মধ্যে। ভিডিওটি শেয়ার করার একটি মাত্র অর্থ, স্টাইল ততটাই ভালো যতটা তা প্রাণঘাতী নয়। জীবনের ঝুঁকি নিয়ে কোন স্টাইল করা বাঞ্ছনীয় নয়।