হিমেশ রেশমিয়া সম্পর্কে বেফাঁস কথা বলে ফের আলোচনায় কেন্দ্রবিন্দুতে রানু মন্ডল! ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

রানু মন্ডলকে যেমন আমরা চিনি তার থেকেও বেশি হিমেশ রেশামিয়া আমাদের কাছে পরিচিত। এই গায়ক তার সুরের জাদুতে মুগ্ধ করেছেন সকলকে বহুবার। তেরা সুরুর গানের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এই গায়ক রানু মন্ডলের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছিলেন, যে গান ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
দিন বদলেছে। সময় বদলেছে। রানু মন্ডল তার ব্যবহার এবং অপ্রকৃতিস্থ কথাবাত্রা জন্য সম্মান হারিয়েছেন। কিন্তু আজও বহু ইউটিউবার শুধুমাত্র ভিউয়ার্স বাড়ানোর জন্য রানু মন্ডলের কাছে যান এবং তার ইন্টারভিউ নেন। তার বর্তমান পরিস্থিতি এবং তার কথা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন তারা।
কিছুদিন আগে রানু মন্ডলের মাংস রান্না করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। এবার এমন একটি ঘটনা ঘটে গেল যা দেখে সকল এই হতবাক হয়ে গেল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রানু মন্ডল কে যখন হিমেশ রেশামিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, হিমেশ রেশামিয়া তার বাড়ির পিছনে ট্রাকভর্তি করে বালি নিয়ে আসে।
কথাটি শোনা মাত্রই উপস্থিত সকলে হেসে ওঠেন। কিন্তু রানু মন্ডল একইভাবে অবিচল থাকেন। তিনি আবারো বলে ওঠেন একটি ছোট টেম্পো করে হিমেশ রেশামিয়া তার বাড়ির কাছে বালি নিয়ে আসেন। কথাটি এতটাই স্বাভাবিকভাবে বলেন রানু মন্ডল যে বোঝাই যায় তিনি মানসিকভাবে ভারসাম্যহীন।
সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এবং আরো একবার রানু মন্ডল কে নিয়ে উপহাস করা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। আরো একবার প্রমাণিত হয়ে যায়, শুধুমাত্র প্রতিভা থাকলেই হয়, প্রতিভাবান হতে হয়।