হাত বাড়ালেই বাচ্চা শিশুর মত মায়ের কোলে উঠে আসছে ছোট্ট বানর শিশু! মাতৃস্নেহে কোলের মধ্যে খাচ্ছে ফল, ভিডিও তুমুল ভাইরাল

স্নেহ অথবা ভালোবাসা সকলেই বোঝে। ছোট ছোট শিশু থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই ভালোবাসার কাঙাল হয়। তবে শুধুমাত্র মানুষ বললে ভুল হয়, মানুষের পাশাপাশি সমস্ত পশুপাখিরাও ভালবাসার কাঙ্গাল হয়ে থাকে। দেখবেন কখনো যদি আপনি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন তাহলে পশুপাখিরা আপনাকে প্রান দিয়ে ভালবাসবে। এক্ষেত্রে কুকুরের কথা সর্বাগ্রে উচ্চারণ করা যায়। একদিন যদি আপনি একটি কুকুরকে আহার দিতে পারেন, দেখবেন সারা জীবন আপনাকে ভালবেসে যাবে সে।
তবে আজ কথা বলব একটি বানরের। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এই বানরের ভিডিও যা দেখে সকলেই মুগ্ধ হয়ে গেল। ভাইরাল হওয়া ভিডিও তে দেখতে পাওয়া যাচ্ছে, একজন গৃহবধূ হাত বাড়িয়ে ডাকছে একটি বাঁদরকে। ভালোবেসে তাকে খাওয়ার জন্য অনুরোধ করছে। ভালোবাসার কথা যে পশুপাখিরাও বোঝে তা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনি।
মহিলার হাত থেকে পরম আনন্দে খাবার খেতে ব্যস্ত ওই বানরটি। তার চোখে মুখে তৃপ্তি। অন্যদিকে মহিলা ও পরম আনন্দে বানরটিকে খাবার দিচ্ছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে না হতেই ওই মহিলার ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। সাথে সাথেই বলেছেন, আর একবার প্রমাণ হয়ে গেল, ভালোবাসার জন্য কোন ভাষা, ধর্ম অথবা জাত লাগেনা। ভালবাসা থাকলেই হয়।