হবুহু মানুষের মত কথা বলছে এই টিয়া! সোশ্যাল মিডিয়ায় ভিডিও নিমেষে ভাইরাল

মানুষের মত কথা বলার ক্ষেত্রে টিয়া পাখি অথবা কাকাতুয়ার জুড়ি মেলা ভার। সঠিকভাবে ট্রেনিং দিলে অবিকল মানুষের মত কথা বলতে পারে তারা। ছোটবেলা থেকেই তাদের সঠিকভাবে ট্রেনিং দিতে হয় এই ক্ষেত্রে। এখনো কারোর বাড়িতে গিয়ে টিয়া পাখি অথবা অন্য কোন পাখির মুখে মানুষের মত কথা বলতে শুনতে পাওয়া গেলে বেশ ভালো লাগে।

কিছুদিন আগেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, পাগলে বলে একটি টিয়া পাখিকে কি না অবিকল বাবা-মায়ের সঙ্গে মানুষের মত কথা বলে। কখনো তাকে যখন জিজ্ঞাসা করা হয়, সে খেয়েছে কিনা, তখন অবিকল মানুষের মত উত্তর দিতে পারে সে। ভিডিওটি দর্শকদের বারবার মুগ্ধ করেছিল।

সম্প্রতি আরেকটি ভাইরাল হওয়া ভিডিও দেখা গেছে, একটি টিয়া পাখির মালায়ালাম ভাষায় একেবারে মানুষের মত কথা বলছে। মানুষটি মালায়লাম ভাষায় কথা বলছে এবং তার উত্তর টিয়া পাখি একই ভাষায় দিচ্ছে। বাংলা ভাষায় টিয়া পাখির কথা আমরা অনেকবার শুনেছি কিন্তু এইরকম অন্য ভাষায় কথা বোঝায় এর আগে শুনিনি।

মানুষ এবং পাখির এই বন্ধুত্ব এবং বোঝাপড়া মুগ্ধ করে দিয়েছে সকলকে। অনেকেই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করেছে। মালায়লাম টকিং প্যারট নামে একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হয়েছে। ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। এত সুন্দর করে টিয়া পাখির মালায়লাম ভাষায় কথা বলা যে অন্যতম আশ্চর্য জিনিস, তা স্বীকার করেছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button