হবুহু মানুষের মত কথা বলছে, খাবার খাচ্ছে এই তিন টিয়া! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

মিষ্টি টিয়াদের খুনসুঁটিতে ভরে উঠলো এবার সোশ্যাল মিডিয়ার পেজ। টিয়া পাখি বলতে আমাদের সামনে যা ভেসে ওঠে তা হল, বড় মাথা , সবুজ রঙের দেহ আর বাঁকানো ঠোঁট। এটি তাদের বর্ণনা আর যাই হোক না কেন টিয়াপাখি চিনতে আমাদের ভুল কখনোই হয় না।

দেহের তুলনায় তার লেজ বেশ খানিকটা লম্বা হয়, তবে মূলত এরা মিষ্টি স্বভাবের হয় এবং সহজেই পোষ মানে। তাই আমরা অনেকেই বাড়িতে পুষে থাকি। যদিও বর্তমানে আইনত ভাবে এই পাখিকে খাঁচায় পোষা নিষিদ্ধ করলেও চোখের আড়ালে এখনও অনেকের বাড়িতেই টিয়াপাখি পওষার চল আছে। কারন তাদের এই সহজেই মানুষ স্বরূপ কথা বলতে পারা এটাই মানুষকে আকর্ষণ করে। এত সাবলীল ভাষায় কথা বলে যেন মনে হয় কোন বাচ্চা ছেলে কথা বলছে।

এবার তেমনই একটি টিয়া পাখি খুনসুঁটি র ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টকিং প্যারট নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এটি পোস্ট করা হয়। এই জাতীয় পাখির মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে কারন একই বাড়িতে থাকে,কখনো তারা একে অপরকে দানা খাইয়ে দিচ্ছে, আবার কখনও কখনও খুনসুঁটিও করছে। মূলত টিয়া পাখিরা বেশ বুদ্ধিমান পাখি বলে পরিচিত।

উষ্ণমণ্ডলীয় অর্ধউষ্ঞমন্ডলীয় অঞ্চলে প্রায় ৩৫০ প্রজাতির টিয়া পাখি বসবাস করে। এরা মানুষকে খুব সহজে অনুকরণ করতে পারে এবং স্ত্রী টিয়া পাখি ও পউরুষ টিয়া পাখির কিছু গঠনগত পার্থক্য আছে, যা দেখলে সহজেই চিহ্নিতকরণ করা যায়। স্ত্রী পাখির ঘাড় সবুজ পালক আবৃত থাকে, আর পুরুষ পাখি থুতনির নিচে কালো দাগ থাকে এবং গলায় ও ঘাড়ে গোলাপে কালো মিশ্র কন্ঠী থাকে। সম্প্রতি ভিডিওটি এক মিলিয়নেরও বেশি মানুষ দেখে পচ্ছন্দও করেছেন , এধরনের ভিডিও মানুষের বেশ মনোগ্রাহীও হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button