সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হঠাৎ যান চলাচলের সময় রাস্তার মাঝে কিশোরীর উদ্দাম নাচ! ভিডিও দেখে সকলেই তাজ্জব

মানুষ এখন চরম নেশায় মত্ত, যাতে করে নিজের মৃত্যুকে বাজি রাখতেও আর ভয় পায় না সোশ্যাল মিডিয়া প্রেমিরা। বিভিন্ন ভিডিও আপলোড করে রাতারাতি ফেমাস হবার নেশায় মত্ত এখন সবাই।
মানুষ এখন মুঠোফোনে নিজেকে বন্দী করে ফেলেছে, নিজের মোবাইলে ঘন্টার পর ঘন্টা মুখ বুজে পড়ে থাকা একটা অভ্যাসে দাঁড় করিয়ে ফেলেছে। বিভিন্ন রকম অ্যাপস যেমন টিক টক বা নানান ভিডিও মেকার অ্যাপস্ গুলি মানুষের জীবনের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। যদিও বর্তমানে টিকটক ভারতে ব্যান্ড হয়ে গেছে, তা না হলে আরো যে কত ছেলেমেয়ে প্রাণ যেত তার হিসাব দেয়া মুশকিল। সবাই টিকটকের নেশায় নেশাগ্রস্থ হয়েছিল, যেকোনো জায়গা সেটা রাস্তায় হোক কিংবা যেকোন বিপদ সংকুল স্থান সেখানে দাঁড়িয়েও ভিডিও করতে ব্যস্ত মানুষ দেখেছি আমরা।
কিন্তু এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও এর মত নানান অ্যাপস বেরিয়েছে এখন যার ফলস্বরূপ এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে, তা দেখা গেছে মধ্যপ্রদেশের ইন্দরের এক তরুণী তার নাম শ্রেয়া কালরা, যিনি যানবাহনপূর্ণ রাস্তার মাঝে দাঁড়িয়ে ভিডিও করতে মত্ত, তাও আবার এই করোণা পরিস্থিতিতে মাক্সহীন ভাবে দাঁড়িয়ে। সেই নাচ তিনি সোশ্যাল মিডিয়াতেও আপলোড করেন।
তবে এই যুবতী সোশ্যাল নেটওয়ার্ক সাইটে বহু এমন ভিডিও আছে। রাতারাতি বিখ্যাত হয়ে যাবার জন্য এই প্রয়াস, আগেও সে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন তিনি বার বার, তাই এটা এক অভিনব পন্থা অবলম্বন করেছেন এবার কিন্তু এই পন্থা অবলম্বন করতে গিয়ে নিজেই আইনি প্রথায় জড়িয়ে পড়েছেন।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরত্তম মিশ্র তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন এবং আইনত নোটিশও তরুণীর কাছে পৌঁছে যায়, কারণ তিনি সমস্ত রকম বিধি-নিষেধ অগ্রাহ্য , অমান্য করে এই আচরণ করেছেন। যাতে তার প্রাণের ঝুঁকিও আছে, তাই এবারে নিজের ফাঁদে নিজেই পড়ে গেলেন তরুণী।