সিনেমার হিরোইন বানানোর প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে গিয়ে যুবক মেয়েটির সাথে যা করলো

আজকাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকের মধ্যেই অনেক রকম সম্পর্ক গড়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্ক কখনো উপকারী আবার কখনো তা হয়ে ওঠে অত্যন্ত ক্ষতিকারক। এমনই একটি ঘটনা ঘটেছে রাজস্থানে। রাজস্থানের একটি মেয়ে মডেল এবং অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। আর এর মাঝেই তার এক বন্ধু তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই বন্ধু তাকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখায় এবং তাকে একটি হোটেলে ডাকে। এরপর তাকে ম-দ খাইয়ে তার সাথে অ-শ্লী-ল কাজ করে। নি-র্যা-তি-ত তরুণী আলওয়ারের বাসিন্দা। তিনি জয়পুরে পড়াশোনা করতেন। একদিন তিনি ফেসবুকে বাল করণ সিং নামে একজন ব্যক্তির থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পান। মেয়েটি তার রিকোয়েস্ট একসেপ্ট করে এবং তাদের মধ্যে কথোপকথন শুরু হয়।
এর মাঝেই ছেলেটি তাকে জানাই যে তার ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ভালো যোগাযোগ রয়েছে এবং সে তাকে একজন মডেল ও অভিনেত্রী করে তুলবে। মেয়েটি তার কথা বিশ্বাস করে নেয়। এরপরে বাল করন সিং তাকে গঙ্গানগর এর একটি হোটেল ডাকে। সেখানে বাল করন সিং তার বন্ধু নির্মল সিং ও আরো একজন উপস্থিত ছিল। এরপর মেয়েটিকে ম-দ্য পান করানো হয়।
মেয়েটির নেশাগ্রস্ত হয়ে গেলে তারা তিনজন মিলে মেয়েটির সাথে শ্লীলতহানি করে এবং মেয়েটি বাধা দিতে গেলে তাকে মারধরও করে। সকালে তিনজনে ই পালিয়ে যায় এবং মেয়েটি কোনরকমে জয়পুরে তার পরিবারের কাছে পৌঁছায় এবং সেখানে সব কথা বলে। এরপরে গঙ্গানগরে এসে মহিলা থানায় অভিযুক্তদের নামে মামলা দায় করেন। এমন ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে যেখানে মেয়েদের এমন লোক দেখিয়ে এনে যৌ-ন নি-র্যা-ত-ন করা হয়েছে। এই ঘটনার তদন্ত এখনো চলছে ও পুলিশ অভিযুক্তদের খুঁজছে।