সাপ খাচ্ছে আর এক সাপকে, ভিডিও দেখতে হুশ উরে যাবে! এমন ঘটনা খুব সহজে দেখা যায় না

যেদিকেই তাকানো যায় শুধু বিষধর সাপ, এ ধরনের ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া প্রেমীরাও ভয়ে আতঙ্কিত সন্ত্রস্ত, কারণ সাপ এমনিতেই বিষধর প্রাণী, আমরা প্রত্যেকেই ভয় করে চলি কারণ তার বিষকে, যাতে মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে।,বলা যেতে পারে এক ছোবলে ছবি হয়ে যেতে পারি আমরা মুহূর্তেই। তাই আট থেকে আশি আমরা প্রত্যেকেই ভয়ে সন্ত্রস্ত থাকি সবসময়।

আবার এই প্রাণীর বিষ দিয়েই ওষুধ তৈরি করা হয়, তার বিষ যথেষ্টই দামি, কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এহেন ভিডিওর প্রায় সই দেখা মেলে। এমনই কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেছে, যেখানে দেখা যাচ্ছে ঘন বন জঙ্গলের মাঝে দুই সাপের মধ্যে লড়াই বেঁধেছে এবং লড়াই চরম পৌঁছায়, দেখা যাচ্ছে অনেকক্ষণ একে অপরের সাথে যুদ্ধ করার পর একটি সাপ অন্য সাপকে আস্ত গিলে খেয়ে ফেলছে। এই ঘটনা দেখলে সারা শরীরে কাঁটা দেয় কিন্তু তাতেও ভিডিও দেখার লোভ ছাড়তে পারিনা আমরা।

যতই তা রোম হর্ষক হোক না কেন, এ ধরনের ভিডিওতে ভিউয়ার্স এর সংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে। সবথেকে আশ্চর্য লাগে এহেন ঘটনা যারা ক্যামেরাবন্দী করেন তারা কতটাই না সাহসী হয়! কারণ এ ধরনের ঘটনা ক্যামেরাবন্দি করা মুখের কথা নয়, তার জন্য যথেষ্ট সাহসও দরকার হয়। সচরাচর আমরা সাপের নাম শুনলেই যেভাবে চমকে উঠি, তাতে তার ভিডিও করা তো দুঃসাধ্যকর ব্যাপার, কিন্তু যারা করেন তারা হয়তো মৃত্যু ভয় কে জয় করেছেন, তাই তাদের পক্ষেই হয়তো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button