শুটিং সেরে বাড়ি ফিরে দেখি আপনারা সেই আমার লুঙ্গিতে আটকে পড়ে রইলেন! পরীমনি এমন খোচা দিতেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল

আবারো শিরোনামে সেই পরীমনি, বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী আবারো হাইলাইটেড হয়েছেন তাঁর বিখ্যাত লুঙ্গি ডান্সের জন্য।ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছেন, তবে লুঙ্গি ডান্স নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য ছিল যা নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী স্বয়ং এবং সেই সমস্ত সমালোচকদের তিনি কঠোর ভাষায় জবাবও দিলেন।
এদিন নিজের ফেসবুক পেজে, যেখানে তিনি একটি পোস্ট করে বলেন যে, ছবির শুটিং এর মাঝে নিজের বার্থডে সেলিব্রেশনের জন্য সময় বের করে সেলিব্রেট করেন শিশুদের সাথে, হৈ-হুল্লোড় করেন এবং রাতে লেট নাইট পার্টি তার পরদিন ভোরে আদালতের কাজ সেরে ফের তিনি শ্যুটিং এ যান। পরে অবশ্য তিনি বাড়ি ফিরে দেখেন যে তাঁরা তার সেই লুঙ্গিতেই আটকে।
তাই তাদের জন্য তিনি নিতান্তই দুঃখিত, তাই তাদের উদ্দেশ্যে তিনি বলেন আহারে শব্দটি, কিন্তু তিনি নিজেকে সুখী মনে করছেন তাই তিনি নিজস্ব পোস্টে শুকরিয়া অর্থাৎ ধন্যবাদ কথাটি জানিয়েছেন। গত মাসে তার জন্মদিনের পার্টি হয় ঢাকার পাঁচতারা একটি হোটেলে, যেখানে বিমানের ককপিটের আদলে সাজানো হয় হোটেলটিকে এবং সেলিব্রেশনের মঞ্চও তৈরি হয়েছিল।
সেখানে লেখাছিল ফ্লাই উইথ পরীমনি আর সেইমত পরীমনিও মঞ্চে আসার সাথে সাথে সেলিব্রেশনও শুরু হয়ে যায়। জন্মদিনের পার্টিতে প্রত্যেকের ড্রেসকোডও ছিল, লাল-সাদা। পার্টি থেকে পরীমনি বন্ধু বান্ধবদের সাথে সাথে উপস্থিত সাংবাদিকদের কেকের ক্রিম মুখে লাগিয়ে দেন। জনপ্রিয় হিন্দি গান লুঙ্গি ডান্স সাথে নাচতেও থাকেন। নিজের স্কার্টকে লুঙ্গিতে পরিণত করে তিনি মুহূর্তে ভাইরাল হয়ে যায়।