লোকটির অজান্তে আচমকা জামার ভিতর ঢুকে পড়েছিলো সাপ, তারপর যা হলো

যে সরীসৃপকে বাড়ির আশেপাশে দেখলেই আমাদের ভয় লেগে যায়, সেই সরীসৃপ যদি কখনো আমাদের পোষাকের ভেতর ঢুকে যায়, তাহলে বলুনতো কেমন হবে? ভয়ে নিশ্চয়ই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। সম্প্রতি এমনই একটি কান্ড ঘটে গেল এক ব্যক্তির সঙ্গে। নিশ্চিন্তে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি। এমন সময় হঠাৎ করে তিনি উপলব্ধি করেন তার জামার ভেতর কিছু ঢুকে গেছে। কিন্তু যে জিনিসটি ঢুকেছে তাকে ঝেড়ে ফেলা অসম্ভব।
তাই কার্যত স্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকলেন তিনি। ইশারায় অন্য একজনকে বললেন কাঁচি নিয়ে আসতে। জামার হাতা টি কাঁচি দিয়ে কাটতেই সরীসৃপটির মুখ দেখতে পাওয়া গেল। নিশ্চিন্তে ওই ব্যক্তির জামার ভেতরে বসে ছিল সে। শরীরের উত্তাপে বেশ আরাম অনুভব করছিল ওই সরীসৃপ।
এহেন পরিস্থিতিতে আস্তে আস্তে ওই ব্যক্তির জামা কেটে আচমকা ঝটকাতে সরীসৃপটিকে মাটিতে ফেলে দেওয়া হল, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন ঐ ব্যক্তি। আর কিছুক্ষণ হয়তো ওই ব্যক্তির জামার ভেতরে ওই সরীসৃপ থাকলে, প্রাণ সংশয় হয়ে যেতে পারত ওই ব্যক্তির।
সৌভাগ্যবশত এবং উপস্থিত বুদ্ধির দ্বারা এ যাত্রায় প্রাণ বাঁচাতে পারলেন ওই ব্যক্তি। তবে ভিডিওটি দেখে সকলেই চমকে গেছেন এবং বহু মানুষ জানিয়েছেন এমন ঘটনা অনেকের সাথেই ঘটতে পারে, তাই পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় বসা উচিত সব সময়, এতে আশঙ্কা অনেকাংশে কমে যায়।