লুঙ্গি পড়ে জন্মদিনের পার্টিতে পরিমনির নাচ! মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

পোশাকে অভিনবত্ব এনে আবারো ভাইরাল পরীমনি, ভিডিও ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। হু হু করে পারদ চড়ছে নেট দুনিয়ার। পরীমনি নামটি এখন দুই বাংলাতেই খুবই জনপ্রিয় নাম, যার আসল নাম স্মৃতি শামসুন্নাহার।এর আগে তিনি বহু বিতর্কে জড়িয়েছেন এবং তার নামও শিরোনামে উঠে এসেছে।
বেশ কিছুদিন আগে জেল হেফাজতে ছিলেন তিনি, বর্তমানে জামিন পেয়েছেন এবং আসতে আসতে নিজের অভিনয় জগতে ছন্দে ফিরছেন। নিজের ক্যারিয়ার নিয়ে ভাবছেন তিনি, বর্তমানে তার হাতে অনেকগুলি সিনেমার কাজও রয়েছে, ইতিমধ্যেই তিনি গিয়াসউদ্দিন সেলিমের “গুনিন” ছবির শুটিং নিয়ে ব্যস্ত।
এছাড়াও তার হাতে রয়েছে অন্তরালে, মা , প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োপিকের মত কাজ। তবে এই পরম সুন্দরীর গত রবিবারই ছিল জন্মদিন। ২৯ বছর বয়সে পা দিলেন তিনি, নিজের জন্মদিনের সেলিব্রেশনের ছবিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সকালে নিজের নানার সাথে কেক কাটলেন এবং অনাথ আশ্রমের কচিকাচাদের সাথেও পাঁচটি রেট ভেলভেট কেক কেটেছিলেন।
এরপর রাতের পার্টিতে তিনি যা করলেন তা এক কথায় সেরা ছিল, এমনকি তার জন্মদিনের ভেন্যু টিকে একটি বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল, যাতে করে সমস্ত নিমন্ত্রিত ব্যক্তিরা বার্থডে গার্লের সাথে ভেসে যেতে পারে। এমনকি ভেন্যুতেও লেখা ছিল ফ্লাই উইথ পরীমনি, তাই এদিন সবাই মিলে পরিমনির সাথে ভেসে বেড়ালেন।
বার্থডে গার্লের পরনে ছিল লাল রঙের শার্ট, নিচে সাদা কাপড় জড়ানো এক প্রকার সাদা লুঙ্গির মতো। যা দেখে মনে হবে কাপড় টিকা লুঙ্গির ভঙ্গিতেই পড়েছেন তিনি, এবং মাথায় লাল সাদা টুপি। এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে এবং এই পোশাকে চলল পরম- সুন্দরী ও দেশি গার্ল গানে উদ্দাম নাচ। পায়ে স্টিলেটো জায়গা করে নিয়েছিল হাতে এবং অভিনব পন্থায় পড়া লুঙ্গি দিয়ে তুমুল নাচ যা সোশ্যাল মিডিয়ার পারদ হুহু করে ছড়িয়েছে।