লাল হলুদ রঙের শাড়িতে দুর্দান্ত নাচ নেচে তাক লাগালো এই ক্ষুদে!ভিডিও মুহুর্তে ভাইরাল

এমন সুন্দর নাচ দেখে মন তো গলবেই তাও যদি হয় এমন সুন্দরী, তাহলে তো আর কথাই নেই। তেমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এখনই প্রায় ৬ লাখ দর্শক এ ভিডিওটি দেখে ফেলেছেন। হাজারো হাজারো লাইক কমেন্টস কমেন্ট বক্সে উপচে পড়ছে কিন্তু কি আছে সেই ভিডিওতে? একটি প্রাইমারি স্কুলের সামনের মাঠে একটি নাচের অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে এবং সেখানেই সাত বছরের এক মেয়ের নৃত্য পরিবেশন করছে।
লাল পাড় হলুদ সাড়িতে এই একরত্তি মেয়েকে দেখার ভিড় সোশ্যাল মিডিয়াতেও।ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন একটি স্কুলের অনুষ্ঠানে স্কুলেরই এক ছাত্রী নাচের পারফরম্যান্স দিচ্ছে” ময়না ছলাক ছলাক চলে রে” গানে। গানের তালে তালে নিজের কোমর দোলাচ্ছে সে। লাল পাড় হলুদ শাড়ি, কোমরে কোমরবন্ধ, চুলের খোপায় লাল ফুল এবং দুই পায়ে ঘুঙুর পরে অসাধারণ নৃত্য পরিবেশন করতে ব্যস্ত সে।
স্কুলের ছাত্রছাত্রীরা তাঁকে ঘিরে ভিড় করে রয়েছে, এমনকি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সামনে বসে তার নাচে মন মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এদৃশ্য আমাদের কম বেশী সকলেরই জানা, কারণ আমাদের প্রত্যেকেরই স্কুল লাইফ কেটেছে এবং আমরাও প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছি কখনো স্কুলের কোন অনুষ্ঠানে নিজেদের পারফরম্যান্স দিয়েছি।
অদ্ভুত সে সমস্ত সময় আমরা কাটিয়েছি কিন্তু আজকের জীবনে দাঁড়িয়ে তা আর অদ্ভুত নয় সবথেকে সেরা সময় জীবনের কাটিয়েছি বলে মনে হয়। ইতিমধ্যে এই খুদের নাচে মুগ্ধ হয়েছে সমস্ত নেটিজেনরা তাঁরা তাঁকে আশীর্বাদ করেছেন শুভকামনা করেছেন।