লাল পোষাকে কৃষ্ণকলির শ্যামার তুমুল নাচের ভিডিও ভাইরাল, নাচতে নাচতে যা হলো

আবারো চনমনে মুডে পাওয়া গেল আমাদের সকলের পরিচিত কৃষ্ণকলি ওরফে তিয়াসা রায়কে।জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলির একটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় চরিত্র হল শ্যামা। ধারাবাহিকে শ্যামার রূপ ও অভিনয়ে মুগ্ধ হয়েছেন সমস্ত আপামর বাঙালি। নিজেদের মনের মনিকোঠায় তাঁকে স্থান দিয়েছেন।

শ্যামা একজন ঘরোয়া লক্ষ্মীমন্তবউ যাতে সমস্ত দর্শকদেরই মন টানে কিন্তু অপরদিকে অফস্ক্রিন তিয়াসা রায় হলো এক অত্যন্ত প্রাণবন্ত মেয়ে। সিরিয়ালে শাশুড়ি মায়ের ভূমিকায় অভিনয় করলেও অফস্ক্রিনে তিনি এখনো রঙিন প্রজাপতি, যে রঙিন প্রজাপতির ছোঁয়ায় সকলের মন উদ্বেলিত।অফস্ক্রিন তিয়াসা রায়ের সাথে অনস্ক্রিন শ্যামা চরিত্রের আকাশ পাতাল পার্থক্য, একে অপরের ঠিক বিপরীত।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে তাকে দেখা গেছে ওয়েস্ট ট্রেন্ডি লুকে তিয়াসা,পরনে পলকা ডটস ফ্রক এবং পায়ে স্টিলেটো, চোখে রোদ চশমা, মাথায় ব্রেডেড হেয়ার স্টাইল সবমিলিয়ে দুর্দান্ত লাগছে দেখতে। সাথে জনপ্রিয় একটি গান এর সাথে নাচতে দেখা গেল তাঁকে, গানটি হল গোলমাল সিনেমার আপনা হরপল এইসে জিও য্যায়সে কি আখরি হো।

গানটির মধ্যে একটি আলাদাই উত্তেজনার ব্যাপার আছে আর তার সাথে তিয়াসার তুমুল নাচ, যা সমস্ত দর্শকের মন ভরিয়ে দিয়েছে। যদিও তার ক্যারিয়ারের শুরু তাঁর স্বামীর হাত ধরেই,তাঁর স্বামী হলেন অভিনেতা সুবান রায়।তবে তার নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইল প্রায়ই এ ধরণের ভিডিও আমরা দেখতে পাই। মাঝেসাজেই কখনো ইন্ডিয়ান কখনো ওয়েস্টার্ন পোশাকে নিজেকে ধরা দেন।

সব মিলিয়ে তারএই সমস্ত রিল ভিডিওগুলি মুহূর্তে ভাইরাল হয়ে যায়, সম্প্রতি তার আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে যাতে তার জন্মদিনে সেলিব্রেশন করতেও দেখা গিয়েছে মন্দারমনির কোন একটি রিসর্টে, যেখানে সমস্ত বন্ধু-বান্ধবদের সঙ্গে তিনি উদযাপন করেছেন তার এই বিশেষ দিনটি। ইতিমধ্যেই এমন সুন্দরী অভিনেত্রীর ভক্ত সংখ্যা নেহাত কমও নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button