রবীন্দ্র সংগীতে অসাধারণ এক যুবতীর নাচ মুহূর্তে ভাইরাল! নাচ দেখে খুশি নেটাগরিকেরা

আবারো সোশ্যাল মিডিয়ায় নিজেকে ভাইরাল করবার প্রচেষ্টা এক তরুনীর। তাই এই মডার্ন টেকনোলজির যুগেও শরীর দেখানো বেলি ডান্স এর সঙ্গে রীতিমতো টক্কর দেয় এই ধরনের রাবেন্দ্রিক নৃত্যগুলি কারণ নিজের মূল কেউ কখনো অস্বীকার করতে পারে না।
আজও তেমন রুচি সম্পন্ন মানুষ আছেন যারা রবীন্দ্র সংগীত কে ভালোবাসেন মন প্রাণ দিয়ে। ভালোবাসেন তাই আজও রবীন্দ্রনাথ বাঙালির মননে আছেন এবং চিরকাল থাকবেনও। বিশ্বকবি রবীন্দ্রনাথের ঝুলিতে আছে অনেক কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ গান ইত্যাদি। যার ভান্ডার কোনদিন শেষ হবেনা।
যে যুবতীর ভিডিওটি ভাইরাল হয়েছে তার নাম মৌমিতা বিশ্বাস। তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও আছে, সেখান থেকে তিনি এই ভিডিওগুলি শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় এবারও তিনি যে রবীন্দ্র সংগীতের নৃত্য পরিবেশন করেছেন সেটি হল “প্রেমেরও জোয়ারে ভাসাবো দোহারে” অত্যন্ত পরিচিত একটি রবীন্দ্রসঙ্গীত এবং তার সাথে তার সাজসজ্জাটিও অত্যন্ত সুন্দর।
সবুজ রঙের শাড়ি, সোনালী রঙের ব্লাউজ এবং খোঁপায় তার জুঁই ফুল। অপূর্ব সুন্দর লাগছে তাঁকে এবং রবীন্দ্র সংগীতের সাথে তার ক্লাসিক্যাল নৃত্য পরিবেশন সব মিলিয়ে এক অন্য মাত্রা দিয়েছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় যথেষ্টই প্রশংসা পেয়েছে যুবতী।