মানিকে মাগে হিতে গানটিতে অসাধারন নাচ করে কাপিয়ে দিলেন নেটপাড়া

সোশ্যাল মিডিয়াতে গান হোক অথবা নাচ, যেকোনো জিনিস ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেয় না। তার থেকেও কম সময় নেয় সাধারণ মানুষ এই জিনিসটিকে আপন করে নিতে। খেলা হবে অথবা যাবার সময় দেখা হল না, পরম সুন্দরী হোক অথবা মানিগে মাগে হিতে, সবকিছু সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। নিজের মতো করে সাধারণ মানুষ এই গান অথবা নাচকে প্রদর্শন করেছেন সকলের সামনে।

তেমনি একটি নাচের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, যা দেখে আরো একবার প্রশংসায় পঞ্চমুখ হলেন নেটিজেনরা। একজন সুন্দরী যুবতী লাল শাড়ি পড়ে শ্রীলংকার বিখ্যাত গানের তালে তালে নাচ করছেন। আশা করি নতুন করে বলতে হবে না গানটি কি। গানের তালে তালে নাচের ভিডিও এই প্রথম। গানের অনুকরণে ইতিমধ্যেই বেশ কয়েকটি গান ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। ছোট থেকে বড় সকলেই নিজের মতো করে গানটি উপস্থাপন করেছেন। কিছুদিন আগেই হিরো আলমের গলায় গানটি নতুনভাবে শুনতে পাওয়া গেল।

তবে এখনো পর্যন্ত নাচের ভিডিও সেইভাবে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়নি। তাই নিঃসন্দেহে এই নাচ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে বেশি সময় নেয় নি। অপূর্ব সুন্দরী অপূর্ব নাচ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা এবং প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। যার কথা এতক্ষণ বলা হলো, শ্রী অপূর্ব নৃত্য শিল্পীর নাম শ্রীতমা বৈদ্য। আমি যদি এখনো না দেখে থাকেন এই ভিডিওটি, তাহলে এখনি দেখে নিন এবং সকলকে দেখার সুযোগ করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button