মহালয়া থেকে আগামী সাত দিন এই পাঁচ রাশির ওপর শনির প্রভাব পড়বে, এই কাজগুলি করুন কেটে যাবে

আপনার কোনদিন কিরকম কাটবে তার উপর রাশিফলের অনেকটা ভূমিকা থেকে থাকে। রাশি আপনাকে বর্তমান দিনের এবং আগামী দিনেও গ্রহর প্রভাব সম্পর্কে আপনাকে সচেতন করে দেয়। অনেকেই আছেন যারা রাশিফলে বিশ্বাস করেন আবার অনেকেই আছেন যারা করেনা।

যারা করেন তারা প্রত্যেকদিনই নজর রাখেন রাশিফলের উপর, দিন শুরুর আগে। বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে, দাম্পতিক কলহ, ব্যবসায় লোকসান, অর্থাভাব সমস্ত কিছুই রাশির অন্তর্গত। শাস্ত্রমতে আপনার তখনকার রাশিফল অনুযায়ী আপনার জীবনে সমস্তকিছু চলবে। তবে শুধুমাত্র নেতিবাচক দিকই নয়, ইতিবাচক দিকও রয়েছে রাশির। অনেক সময় রাশি ইতিবাচক কথাও বলে, সুখ শান্তিও আসে রাশিফলে। রাশি সাধারণত ১২ প্রকার তুলা, মেষ, কন্যা, সিংহ, বৃশ্চিক, মিথুন, কর্কট, ধনু, কুম্ভ, মিন, বৃষ এবং মকর। তবে এর মধ্যে আগামী সাত দিনে শনির কুপ্রভাব পরতে চলেছে পাঁচটি রাশির উপর।

মেষ:কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। কোনও বিষয়ে বেশি উত্তেজিত না হওয়ায়ই ভালো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আশপাশের বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। কর্মক্ষেত্রে নইলে ঝামেলার সৃষ্টি হতে পারে।

বৃষ:ভালোবাসার সব… পারদর্শী ভেনাসের প্রত্যক্ষ প্রভাব রয়েছে এই রাশির জাতক জাতিকার ওপর। এরা দৈহিক ভালোবাসার ক্ষেত্রে একই সঙ্গে খুব সংবেদনশীল এবং শক্তিমত্তা প্রয়োগে পারঙ্গম। যৌনতার স্ট্যামিনা বা শক্তির দিক থেকে এদের জুড়ি মেলা ভার।

তুলা:দিনে বন্ধু আর রাত্রিতে প্রেমিক এই প্রবাদের সবচেয়ে বড় উদারহণ হলো তুলা রাশির ছেলে-মেয়েরা। ভেনাসের প্রভাবে এরা সাধারণত সৌন্দর্য, রহস্যময়তা আর দৈহিক আকর্ষণের কেন্দ্রবিন্দু। সঙ্গী-সঙ্গিনীদের শুধু একটু হাসি, উদ্দেশ্য পূর্ণ চাহনি, গাঢ় আলিঙ্গন বা হাতে মৃদু স্পর্শের মাধ্যমেই পটিয়ে ফেলতে পারে তুলা পুরুষ বা মহিলারা।

কন্যা:নিখাদ ভালবাসা আর দুর্দান্ত সেক্সের অসাধারণ প্যাকেজ আপনাকে উপহার দিতে পারে কন্যা পুরুষ বা মহিলা। কান, ঠোঁট বা স্তনের সংবেদনশীলতা এ রাশির মানুষের অতিমাত্রায় বেশি আর দেহজ ভালবাসার ক্ষেত্রে কোমলতা ও রক্ষতার অদ্ভুত এক সমন্বয় এদের পছন্দ।

কুম্ভ:ইউরেনাস প্রভাবম্বিত কুম্ভ রাশির ছেলেমেয়েরা প্রখর বুদ্ধিমত্তার অধিকারী এক নিজেদের প্রেমিক-প্রেমিকার প্রতি বিশেষ যত্নবান। আপনি যেভাবে এদের পেতে চান ঠিক সেভাবেই এরা আপনার কাছে ধরা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button