বিয়ে করে নববধুকে পায়ে হাত দিয়ে প্রণাম নতুন স্বামীর, ভিডিও ভাইরাল হতেই অনেকই প্রশংসা করলেন নবদম্পতিকে

এ তো একদম শাস্ত্রবিরুদ্ধ কাজ!!! হিন্দু শাস্ত্র মতে যা কখনোই হওয়া উচিত নয়! তেমনই একটি ভিডিওকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সোশাল মেডিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে এক নববিবাহিত দম্পতিকে, যেখানে নতুন বধু কে প্রণাম করছে বর! শুনে চমকে উঠলেন? ভাবছেন এও সম্ভব? হ্যাঁ সম্ভব, সম্ভব! অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছেন এই ব্যক্তি। কিন্তু যা হওয়া কখনোই উচিৎ নয়, বিয়ের রীতিনীতি সম্পর্কে আমরা যা জানি, তাতে বিয়ের পর কনে বরের পা ছুঁয়ে প্রণাম করে, এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে। সেই এতদিনের প্রথাকে উল্টে দিলো এই দম্পতি।
এই ভিডিওটি পীযূষ নামের এক ব্যক্তি তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট দেয়, দেওয়ার সাথে সাথেই কুড়ি লক্ষেরও বেশি মানুষ তা দেখে ফেলে ও ভিডিওটি লাইকও করে। শুধু মাত্র তাই নয় ইতিমধ্যেই প্রায় চল্লিশ লক্ষ বারের বেশি ভিডিওটি দেখাও হয়েছে। ভিডিওটি খুবই ছোট, তাতে দেখা যাচ্ছে প্রথমে নববধূ বরের পা ছুঁয়ে প্রণাম করতে গেলে বর তা নিতে অস্বীকার করে, কিন্তু পরমুহুর্তেই যা ঘটলো তা অবাক করে দেওয়ার মত বিষয়।
বর নিজে প্রণাম করলেন নববধূকে এবং এরকম কান্ড ঘটতে দেখে নববধূ প্রায় লাফিয়ে উঠে ছিলেন কিন্তু তাতে কোন কাজ হয়নি, ততক্ষণে প্রণাম পর্বটি সারা হয়ে গেছে। ভিডিও টি সোশ্যাল প্রেমীদের যথেষ্টই মনোগ্রাহী হয়েছে এবং প্রশংসাও পেয়েছেন, সাথে তাদেরকে আশীর্বাদ করেছেন তাঁরা। যুগ-যুগান্ত ধরে যে প্রথা হয়ে আসছে, সে প্রথার বিপরীতে গা ভাসিয়েছেন এই ব্যক্তিটি , যা যথেষ্টই প্রশংসার যোগ্য, সাথে করে সাহসিকতারও পরিচয় রাখে।