বাড়ির মধ্যে ঢুকে পরা গোখরোকে বেরিয়ে যেতে অনুরোধ মহিলার! এহেনো আচরণে প্রশংসা নেটিজেনদের

বর্ষার সময় অনেক সময় লোকের বাড়িতে সাপ ঢুকে পড়ে। এই সময়ে আমরা বেশিরভাগ মানুষই আতঙ্কিত হয়ে পড়ি। বাড়িতে যদি পুরুষ মানুষ থেকে থাকেন তাহলে তারা সাপকে মারতে উদ্যত হয়ে ওঠেন। স্বাভাবিকভাবেই এই প্রাণীটিকে আমরা সকলেই ভয় পাই কারণ কোনভাবে যদি আমাদের ছোবল মেরে দেয় এই প্রাণী, তাহলে জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে।
কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো এমনই একটি ভিডিও যা দেখে সকল মানুষ বিস্মিত হয়ে গেছেন। ভাইরাল হওয়া ভিডিও তে দেখতে পাওয়া যাচ্ছে, একজন মহিলা তার বাড়িতে একটি সাপ দেখে, এতোটুকু ভয় না পেয়ে তার সঙ্গে অদ্ভুত ভাবে ব্যবহার করেছেন। ওই মহিলার বাড়িতে ঢোকার চেষ্টা করছিল একটি গোখরো সাপ। মহিলা দাঁড়িয়েছিলেন গেটে। ছোট্ট একটি লাঠি ছিল তার হাতে। লাঠি দিয়ে সাপটিকে আস্তে আস্তে গেটের বাইরে দিকে ঠেলে দিচ্ছেন তিনি।
কিন্তু কোন চিৎকার করছেন না। ধীর স্থির গতিতে সাপটিকে বাড়ির বাইরে বের করে দিচ্ছেন তিনি। শান্ত গলায় তার সঙ্গে কথা বলছেন যেন মনে হচ্ছে কোন বাচ্চার সঙ্গে কথা বলছেন। এমনকি সাপটিকে দুধ খাওয়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এইভাবে আস্তে আস্তে সাপটিকে বাড়ির বাইরে বের করে দিলেন তিনি।
জানা গেছে, ঘটনাটি তামিলনাড়ু কোয়েম্বাটুরে হয়েছে। সাপের প্রতি ঐ মহিলার মাতৃসম আচরণ দেখে সকলে অবাক হয়ে গেছেন। মহিলার ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটি। ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং মহিলার ব্যবহারের প্রশংসা করেছেন।
பாம்ப கூட இப்படி பாசமா வழியனுப்பி வைக்க நம்ம கோயமுத்தூர்காரங்களால தான் முடியும் ❤️🤣😂😍 pic.twitter.com/0mP1EIsBZL
— We Luv Coimbatore (@weluvcoimbatore) September 7, 2021