বলিউডে শোকের ছায়া, চলে গেলেন শোলে ছবির এই খ্যাতনামা অভিনেতা

সিনেমা জগৎ ও টিভি ইন্ডাস্ট্রি এই বছর অনেক তারকা হারিয়েছে। যেতে যেতেও খারাপ খবর দিয়েই 2021 সিনেমা জগৎ থেকে বিদায় নিচ্ছে। মাত্র 67 বছর বয়সে বিখ্যাত কমেডিয়ান মুস্তাক মার্চেন্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

দীর্ঘ সময় ধরে তিনি ডায়াবেটিসের পেশেন্ট ছিলেন। মুম্বাইয়ের হলি ফ্যামিলি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসা চলাকালীন অবস্থায় এই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনাদের জানিয়ে রাখি বহু সময় আগেই তিনি ফিল্মি জগত থেকে বিদায় নিয়েছেন। এই অকাল প্রয়াণে তার ফ্যানসরা ভেঙে পড়েছেন এবং তাকে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাঞ্জলিও জানাচ্ছেন।

জানিয়ে রাখি অভিনেতা মুস্তাক মার্চেন্ট “সীতা অর গীতা”, “হাত কি সাফাই”, “জাবানি দিবানি”, “শোলে” এবং “সাগর” এর মত ফিল্মে কাজ করেছেন।

মহানায়ক অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্রর স্টারার ফিল্ম “শোলে” তে তিনি একটি নয় বরং দুটি চরিত্রে অভিনয় করেছিলেন। প্রথমে তাকে ট্রেনের ইঞ্জিন ড্রাইভার রূপে দেখা যায় এবং পরে তাকে চার্চের পাদ্রী চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

জানা যায় ছোট থেকেই তার অভিনয়ের প্রতি আগ্রহ। ছোটবেলায় তিনি স্কুলে “হাজামাত” নামক নাটকে অভিনয় করেছিলেন। এই নাটকে তিনি ডবল রোল প্লে করেছিলেন। এরপর ধীরে ধীরে তিনি একসময় ফিল্মেও কাজ পেয়ে যান।

বলে রাখি মুম্বাইতে অল ইন্ডিয়া ইন্টার কলেজ কম্পিটিশনে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। পরপর তিন বছর ধরে তিনি বেস্ট রাইটার এবং ডিরেক্টর অ্যাওয়ার্ড পান। মুস্তাক মার্চেন্ট অভিনয়ের পাশাপাশি “স্বপ্নে সাজন কে” “পিয়ার কা সায়া”, “লাড সাহাব”, “গ্যাঙ্গ” এর মত ফিল্মে স্ক্রিনপ্লে লিখেছিলেন।

16 বছর আগেই মুস্তাক মার্চেন্ট সিনেমা জগৎ থেকে দূরে চলে গিয়েছিলেন। এরপর থেকে তিনি সুফি হয়ে যান এবং ধার্মিক জগতে নিজেকে ব্যস্ত করে ফেলেন। গত সোমবার তিনি ইহলোকের মায়া ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button