বয়সটা যে সংখ্যা মাত্র তা প্রমাণ করলেন স্পোর্টস বাইক চালিয়ে ১০৫ বছরের এই দাদি! ভিডিও তুমুল ভাইরাল

টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়া আমাদের অন্যতম বিনোদনের প্ল্যাটফর্ম। টেলিভিশনে পারফর্ম করা সকলের পক্ষে সম্ভব না হলেও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের নিজের প্রতিভা তুলে ধরতে চান প্রত্যেকের কাছে। জীবনের ছোট ছোট মুহূর্ত গুলি আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। কখনো কিছু ঘটনা আমাদের আনন্দ দেয় কখনো আবার কোনো কোনো ঘটনা আমাদের বিস্মিত করে দেয়।

তেমনই একটি ঘটনা সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলো, যা দেখে সকলে অবাক হয়ে গেছেন। ভিডিওতে একজন বৃদ্ধাকে অবলীলায় দেখতে পাওয়া গেল বাইক চালাতে। ১০৫ বছরের এই বৃদ্ধা যেভাবে বাইক চালাচ্ছে না তা দেখে অবাক হয়ে যেতে হয়।ভিডিওটি পোস্ট করেছেন shubham_5x নামের একজন ইন্সটাগ্রাম ব্যবহারকারী। পোস্ট করার পর থেকে ভিডিওটি ৭৮ দশমিক ৪ মিলিয়ন ভিউ হয়েছে এবং ৫ দশমিক ৫ মিলিয়ন বারের চেয়েও বেশি শেয়ার হয়েছে। কমেন্ট সেকশনে পৃথিবীর নানাপ্রান্তের মানুষ এই প্রৌঢ়ার প্রশংসায় ভেসেছেন।

নেটিজেনরা ভিডিওটি দেখে অবাক হয়ে গেছেন। কেউ কেউ লিখেছেন, আগে এমন ঘটনা ঘটতে দেখি নি। আবার অনেকে লিখেছেন, দাদীমা তুমি গ্রেট। অনেকে আবার বাইকার গ্র্যানি বলে আখ্যা দিয়েছেন এই বৃদ্ধাকে। বৃদ্ধার অমলিন হাসি এবং তার শারীরিক ক্ষমতা আশ্চর্য করে দিয়েছে সকলকে। বৃদ্ধার থেকে আমাদের উচিত জীবনকে পরিপূর্ণ ভাবে ভোগ করার কৌশল জেনে নেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button