বয়সকে তুড়ি মেরে উড়িয়ে নেটিজনদের নাচে মন কেড়েছে এই বৃদ্ধা, ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন এক বৃদ্ধা, তা যে শুধুমাত্র একটি সংখ্যা সেটারই প্রমাণ হল। ইচ্ছা শক্তির কাছে কোন কিছু বড় হয় না, মনকে চিরসবুজ রাখাটাই প্রয়োজনয় তাতে মন সবসময় তাজা থাকে, মেজাজ ফুরফুরে থাকে।

ইদানিং একটি বৃদ্ধার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে বৃদ্ধার বয়স প্রায় আশি, এই বয়সেও তিনি তাঁর শরীর নিয়ে যথেষ্টই ফিট। তা বোঝাই যাচ্ছে ভিডিওটি থেকে ই, গানের তালে তালে যেভাবে তিনি কোমর দুলিয়ে নাচছেন, তাতে শারীরিক যে কোন সমস্যা নেই তা স্পষ্ট। এই প্রসঙ্গে একটি বাংলা গান এর কথা মনে পড়ে যায় তা হল ‘কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি , দেখে কখনো মনে তো হয় না বাঁধানো দাঁতের হাসি”।

ঠিক তেমনই পরিপাটি করে গুছিয়ে শাড়ি পড়ে, রোগা ছিমছাম চেহারা, ও মুখে সর্বদা হাসি নিয়ে একটি দক্ষিণ ভারতীয় গানের তালে তাল মিলিয়ে নাচছেন বয়স্ক মহিলা টি, যা দেখে সবাই তার প্রশংসাই করেছেন, কারণ এই বয়সে ফিট থাকাটাই একটি বড় চ্যালেঞ্জ। বয়সের ভারে বেশিরভাগ মানুষই নুইয়ে পড়েন, খুব কম সংখ্যক মানুষকে ই দেখা যায়, যারা নিজেকে সতেজ ও স্বতঃস্ফুর্ত রাখতে সক্ষম হন, তাদের মধ্যে এই ভদ্রমহিলা অন্যতম।

ভিডিওটিতে দেখা যায় তার এই গানের তালে নাচ টিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত তাঁর ই বাড়ির অন্যান্য সদস্যরা, এই বয়সে এত ভালো নাচ মানুষের মনকে যথেষ্ট উচ্ছসিত করে তুলেছে।সবাই তাঁকে দেখে যথেষ্টই অনুপ্রাণিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button