পূজোর অনুষ্ঠানে অসাধারণ কায়দায় ধুনুচি ব্যালেন্স করে যে ভাবে নাচলেন,ভিডিও দেখলে অবাক হবেন

এভাবেও সম্ভব!!! সেটাই এবার দেখিয়ে দিল মেয়েটি। বাঙালির কাছে প্রাণের উৎসব দুর্গাপূজা আর সেই দুর্গাপূজার জন্যই বাঙালি অপেক্ষা করে থাকে বছরভর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে নানান বাঙালিরা আজ প্রবাসী হলেও, মনেপ্রাণে বাঙালিয়ানা আজও ভোলেনি। তাই দুর্গাপূজোর চার-পাঁচটা দিন তাঁরাও তাদের ব্যস্ত সিডিউল সরিয়ে রেখে বাঙালি হয়ে ওঠে, বাঙালিয়ানায় মেতে ওঠে। আর বাঙালির দুর্গাপূজা মানে ধুনুচি নাচ, আর ধুনুচি নাচ ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ থেকে যায়। এই ধুনুচি নাচের প্রচলন বহু যুগ আগে থেকেই হয়েছে। বড় বড় জমিদার বাড়িতে আগে এই ধরনের নাচের প্রতিযোগিতা দেখা যেতো।
বর্তমানে এখন থিমের ভাবনায় তা অনেকটাই শৌখিনতায় পরিণত হয়েছে। কিন্তু তাও সব শেষ হয়ে যায়নি, আজও কোথাও কোথাও বিসর্জনের দিন ও নবমীর দিন ধুনুচি নাচ দেখা যায়। তবে সময় বদলেছে তাই চিন্তাভাবনাও বদলেছে। এখন পুরুষদের সমতালে মেয়েরাও অংশগ্রহণ করেন এই ধুনুচি নাচে। তেমনই একটি মহিলার ধুনুচি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যাতে মহিলাটিকে দেখা যায় দুই হাতে দুটো ধুনুচি এবং মুখে একটি ধুনুচি সব মিলিয়ে মোট তিনটি ধুনুচি নিয়ে অভিনব ধুনুচি নাচ নাচছেন।
জ্বলন্ত ধুনুচি নিয়ে এত নিখুঁত পারদর্শিতার সাহায্যে ধুনুচি নাচ নাচা যা যথেষ্ট প্রশংসা দাবি রাখে। একটি মেয়ের এই অসম্ভব সুন্দর ধুনুচি নাচ যা দেখে পুরুষরাও স্তম্ভিত, কারণ ধুনুচি নাচ নাচা এত সহজ নয়, দেখে সহজ মনে হলেও, আদতে তা যথেষ্ট কঠিন। তাই এই ভিডিওটি ভাইরাল হতে সময় নেয় নি। যদিও ভিডিওটি ২০১৯ সালের ১২ ই অক্টোবর এর পোস্ট করা।
অনেক পুরনো ভিডিও কিন্তু আজও সমান জনপ্রিয়। প্রায় ৫৫ লাখের মতো মানুষ ভিডিওটা দেখেছিলেন এবং ভিডিওটিতে লাইক করেছেন। প্রায় ১৮ হাজার মানুষ কমেন্টস করেছেন, ৫০০ কমেন্টস হয়েছে , বিভিন্ন রকম ভাবে তারা তাদের বক্তব্য পেশ করেছেন।