পুজো মণ্ডপে বয়স্ক কাকু কাকিমার দুর্দান্ত নাচ, ভিডিও নিমেষে ভাইরাল মজেছে নেটপাড়া

বিসর্জনের উদ্দাম নাচ নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মহিলা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় প্রাণ খুলে আনন্দ করতে ভালোবাসে বাঙালিরা, তারই রেশ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেয়েছি।
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা, এই দুর্গা পুজোতে আমরা আমাদের সমস্ত পরিবার বন্ধু-বান্ধব একসাথে মিলিত হই, হই-চই করি, আনন্দ করি, চারটে দিন কিভাবে দিন থেকে রাত হয়ে যায় বোঝাই যায়না। সারা বছরের কাজের ক্লান্তিকে ভুলে এই চারটে দিন আনন্দ উপভোগ করে নিতে প্রস্তুত থাকি আমরা এবং পুজো শেষ হয়েও যেন হয়না, নবমীর রাত থেকেই যেন বাজতে থাকে বিষাদের সুর, কিন্তু দশমীর দিনে আমাদের ভাসান নাচ বাঙ্গালীদের অত্যন্ত জনপ্রিয়।
এবার এমনই জনপ্রিয় গানে উদ্যমতার সাথে নেচে তাক লাগিয়ে দিলেন এই কাকিমা। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রচলিত একটি গান ” দয়াল বাবা কলা খাবা” গানে নাচতে থাকে এক কাকিমা। লাল টুকটুকে শাড়িতে নিজেকে ঠিক নতুন বউয়ের মত সাজিয়েছেন তিনি এবং যে এনার্জি নিয়ে তিনি নাচছেন সেই পজিটিভ এনার্জি সমস্ত সোশ্যাল প্রেমীদের মধ্যেও ছড়িয়ে দিয়েছেন, যা দেখে সোশ্যাল প্রেমিরা যথেষ্ট উচ্ছ্বসিত।
আর যথেষ্ট আনন্দ উপভোগও করেছি আমরা এই গানটিতে, তার নাচ দেখে সবাই অবাক, এই বয়সেও এতটা এনার্জি এবং বয়েস যে কোনো ফ্যাক্টরই নয়, শুধুই একটি সংখ্যা, তা তিনি আবারও প্রমাণ করলেন। সবারই বয়স ক্রমশ বাড়তেই থাকবে কিন্তু মনকে রঙিন করে রাখাটাই আমাদের কাছে এক বড় চ্যালেঞ্জ আর তিনি যথেষ্ট ভালো ভাবেই তাতে উত্তীর্ণ হয়েছেন। মুহূর্তে ভাইরালও হয়েছে এই ভিডিওটি।