নিজের জীবন কে বাজি রেখে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলা যাত্রীকে বাঁচালেন প্লাটফর্মে কর্মরত মহিলা RPF ! ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সবাই তাকে স্যালুট করছে

একজন আর.পি.এফ মহিলা কনস্টেবল আবার প্রমাণ করেছেন যে, সঠিক পর্যবেক্ষণ করা হলে বড় বড় দু_র্ঘ_ট_না এড়ানো যায়। স্ট্যান্ডহার্ড রোড রেলওয়ে স্টেশনে একজন মহিলা কনস্টেবল এক মহিলা যাত্রীকে মৃ_ত্যু_র মুখ থেকে টেনে বের করার পর এরকম একটি বড় দু_র্ঘ_ট_না এড়িয়েছেন।
#WATCH | Maharashtra: Railway Protection Force (RPF) constable Sapna Golkar saves a 50 year-old woman from falling into the gap between platform and train while she was boarding the running train at Sandhurst Road railway station on Thursday. pic.twitter.com/XkTZGODpYQ
— ANI (@ANI) October 21, 2021
মহারাষ্ট্রের এই রেলওয়ে স্টেশনে ট্রেনে চড়তে গিয়ে এই মহিলা পড়ে যান এবং মহিলাটি এমন ভাবে পড়ে গেলেন যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেন চলে আসবে কিন্তু সেখানে উপস্থিত আর.পি.এফ এর মহিলা কনস্টেবেলের এর কৃপায় মহিলাটির জীবন রক্ষা পায়। সমস্ত ঘটনাটি সি.সি.টি.ভি ফুটেজে রেকর্ড হয়েছিল এবং এরপর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
Proud of you, Constable Sapna Golkar ji.
Thousands of Salute !!! 🙏🙏🙏🙏🙏🙏
You saved a life, without thinking even for a second.
the people of Bharat need more like you.
Thank you once again. ! 🙏@RailMinIndia @Central_Railway @rpfcr @rpfwr1
— 🇮🇳 $hree || श्री || (@SAMsHowitzer) October 21, 2021
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই মহিলাকে সত্যিকারের হিরো বলেছেন। স্ট্যান্ডহার্ড রোড রেলওয়ে স্টেশনের এই ঘটনাটি সি.সি.টি.ভি ফুটেজ এ আপনি দেখতে পাচ্ছেন যে, বৃহস্পতিবার দুপুর একটায় বদলপুরের দিকে যাওয়া একটি লোকাল ট্রেন স্টেশনে পৌঁছে যায় এবং এই সময় একজন বয়স্ক মহিলা ট্রেনে উঠতে চাইল।
Great help by sister. RPF should update the railway with AI. Still indian railways use british era system in dept. It should be update with latest tech.
— Yousufdeen (@aaruryousufdeen) October 21, 2021
ট্রেনে ওঠার আগে ট্রেন চলতে শুরু করে এবং চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান এই বয়স্ক মহিলা। মহিলাটি এমনভাবে পরে যান যে কিছুক্ষণের মধ্যেই তিনি ট্রেন এবং ট্র্যাকের মধ্যে আটকে যেতেন কিন্তু তখন সেখানে উপস্থিত এক সাহসী মহিলা আর.পি.এফ কনস্টেবল বৃদ্ধ মহিলাকে টেনে নিয়ে যান তখন তিনি বেঁচে যান। বলা হচ্ছে এই সাহসী মহিলা কনস্টেবলের নাম স্বপ্না গোলকার।