নতুন এক লাস্যময়ী নতুন লুকে মধুমিতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বাইরে বেরিয়েছে বৃষ্টির জল, ঘরে আপন-মনে সেজে উঠেছে বাঙ্গালী কন্যে মধুমিতা সরকার। পুজোর ঠিক মুখেই পোশাক শিল্পী সন্দীপ জস্যয়ালের বেছে নেওয়া সবুজ রঙের শাড়ি পড়ে ক্যামেরার মুখোমুখি হলেন মধুমিতা সরকার। সবুজ রঙের শাড়ি এবং সোনালী ফুলের রঙের সাজে তাকে দেখতে লাগছে অনবদ্য। শাড়িটার সঙ্গে ম্যাচিং করে তিনি পড়েছেন একটি স্লিভলেস ব্লাউজ, একধার খোলা চুলে ঢাকা পড়েছে পিঠ, কপালে ছোট্ট টিপ এবং কানের ঝুমকো।

বারান্দায় দাঁড়িয়ে খানিকক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। এত সুন্দর একটি ছবির পর আরও একবার পাশ্চাত্য পোশাকে সেজেছেন মধুমিতা সরকার। পোশাক নিয়ে চিরকালই কাটাছেঁড়া করতে তিনি ভালোবাসেন। তাই শাড়ির পাশাপাশি তিনি পরে রয়েছেন একটি লেহেঙ্গা চোলি, হলুদ রঙের এই পোশাকে তাকে দেখতে লাগছে অনবদ্য। গলায় রয়েছে ভারী হার।

এখানেই শেষ নয়, গারো নীল রঙের বাহারি লেহেঙ্গা রাজকীয় মেজাজে সেজে উঠেছে মধুমিতা। ভারী লেহেঙ্গার সাথে সেজেছেন ভারী গহনাতে। মাথায় ভারী টিকলি, গলায় কুন্দন হার,নাকের নথ এবং হাতে একগুচ্ছ চুরি, এমন একটি সুন্দর ছবি ভাইরাল না হয়ে যায় কোথায়।

সবশেষে রয়েছে সাবেকিয়ানার সাজ। দুর্গা পুজোয় লাল শাড়ি পড়ে রাজকীয় বেশে সেজে রয়েছেন তিনি। খোপায় রয়েছে লাল গোলাপ, গহনা তে রয়েছে সাবেকিয়ানার ধাঁচ, সব মিলিয়ে প্রত্যেকটি ছবি দুর্গা পুজোর জন্য একেবারে মানানসই। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবিগুলি ভীষণভাবে পছন্দ করেছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button