দুর্দান্ত তবলা বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ৮৫ এই বৃদ্ধা! প্রশংসার ঝড় নেট পাড়ায়

সত্যি কিছু কিছু ভিডিও এমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যা দেখলে মনে হয় জীবনে যে কোনো সময় উপভোগ করা যায়। বয়সের ভারে শরীর হয়তো নতজানু হয়ে যেতে পারে কিন্তু তা বলে মনের বয়সকে যে কখনোই বাড়তে দেওয়া যায় না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একজন বৃদ্ধার তবলা বাজানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন।
৮৫ বছরের এই বৃদ্ধা এত সুন্দর করে তবলাতে ঘা মারছেন, দেখলে সত্যি লজ্জা পেতে হয়। তার তবলার প্রত্যেকটি তাল যে এতটাই সুন্দর, সেটা ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যায়। ভিডিওটি দেখলে নিঃসন্দেহে আরো একবার প্রমাণ হয়ে যায়,মনে যথেষ্ট প্রাণ শক্তি রয়েছে ওই ভদ্রমহিলার। শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে বেশ শক্ত পোক্ত তিনি।
তার সুরের মূর্ছনায় রীতিমত মুগ্ধ হয়ে গেছে সকলে। বৃদ্ধার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই সকলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ঐ বৃদ্ধার। আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে একবার দেখে নিন এই ভিডিওটি এবং আপনিও সাক্ষী হয়ে থাকুন এক অসাধারণ পারফরম্যান্স দেখার।