দুর্দান্ত গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিলো জুনিয়ার নেহা কক্কর চাঁদমণি! ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

নেহা কক্কর এমন একজন অসাধারণ সঙ্গীত শিল্পী যিনি অসাধারন গান করে সকলের মনোরঞ্জন করেন সব সময়। গত বছর তার বিবাহ কে নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়াতে। তাই কয়েক কোটি মানুষ একসাথে দেখেছিলেন তার বিবাহের ভিডিও। রোহন প্রীত সিং কে বিয়ে করে তিনি এখন সুখী ঘরনী। বিয়ের পরেও বেশ কিছু ভিডিও অ্যালবাম রিলিজ করেছিলেন তিনি।
মাঝে মাঝে তাকে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকতে। সম্প্রতি একটি মেয়ের গানের ভিডিও মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেখানে দেখতে পাওয়া গেছিল, অবিকল নেহা কাক্কারের গলায় গান গাইতে। মেয়েটির নাম চাঁদ মনি হেমরম। তার গলায় অপূর্ব গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিল সকলে। সত্যিই এতোটাই সুন্দর গান যে কেও গাইতে পারে তা না শুনলে বিশ্বাস হবে না।
ছোট এই মেয়েটির গান শুনে অবাক হয়ে গিয়েছিলেন নেহা কক্কর নিজেও। তাই তার সঙ্গে রিল ভিডিও তৈরি করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তাই এবার দুই জনকে দেখতে পাওয়া গেল একসাথে গান করতে। নেহা কক্কর এবং চাঁদ মনি হেমরম একসাথে গলা মেলালেন গানের তালে তালে। সোশ্যাল মিডিয়াতে এত অপূর্ব একটি মুহূর্ত ভাইরাল না হয়ে যায় কোথায়।।