দুর্গাপুজোয় ইউভানের ঢাক বাজানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ঢাকে পড়ল কাঠি এমন ইঙ্গিত দিচ্ছেন রাজ শুভশ্রীর ছেলে ইউভান, ২০২১ এর দুর্গাপুজো এক আলাদাই মাত্র পেল এবার।আবারো ভাইরাল হলো ছোট্ট ইউভান, এক রত্তি ছেলে এবারের দূর্গা পুজা সবাইকে তাক লাগিয়ে দিল। সে এক পর এক চমক দিয়ে চলেছে তার গোটা পরিবার সহ তার ভক্তদেরও।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার, তাতে দেখা যাচ্ছে ছোট ইউভান তার থেকেও বিশাল বড় মাপের একটি ঢাক বাজাতে ব্যস্ত। আর তাকে উৎসাহ দিচ্ছেন দাদু-দিদা সহ গোটা পরিবার মাঝে মাঝে শুভশ্রীর ছেলেকে শিখিয়ে দিচ্ছেন ঢাক বাজানোটা,এই ছবিটি শেয়ার করেছেন তার মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর ইনস্টাগ্রাম পেজে।
ছোট ইউভান সেজেছে খুব সুন্দর সাদা ফ্লাওয়ার প্রিন্টের পাঞ্জাবিতে এমনকি তার সাথে ম্যাচিং পোশাক পরেছেন বাবা রাজ চক্রবর্তীও। মা শুভশ্রীর থেকে চোখ ফেরানো যায় নি তার পরনে ছিল সোনালী রঙের সিল্কের শাড়ি লাল স্লিভলেস ব্লাউজে। নিজেরা ধরা দিয়েছেন অষ্টমীর অঞ্জলি তাদের এই লুকেই পাওয়া গেল অষ্টমীর পুজোতে।
তারা হাজির ছিলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের বাড়ির পূজাতে।সপরিবারে সেখানে মিলে সবাই আনন্দ করতে ব্যস্ত,আর সেই ছবিই ধরা পরল। অন্যদিকে শুভশ্রী ছেলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাক বাজানোয় ব্যস্ত ছিলেন। শুভশ্রীও ছেলেকে শিখিয়ে দিয়েছিলেন আরো কিভাবে ভাল করে ঢাক বাজানো যায়।
শাশুড়ি ননদ ছেলেমেয়েদের নিয়ে জমজমাট এক অষ্টমীর পূজার সাক্ষী থাকলাম আমরাও। পরিবারের লোকজনদের মুখেও বলতে শোনা গেল যে ইউভান যা করে তাই মুহূর্তে ভাইরাল হয়ে যায়, তাই এবারের পুজোর বিশেষ আকর্ষণ ছিল ইউভানের ঢাক বাজানো।