টাকার জোরে সালমানকেও ইশার ‘ব্যাকগ্রাউন্ড’ ড্যান্সার বানিয়েছিলো মুকেশ অম্বানী, দেখুন সেই ভাইরাল ভিডিও

ভাইজান শেষকালে ‘ব্যাকগ্রাউন্ড’ ড্যান্সার! এমনটা কেউ কি ভেবেছিলেন কখনও? না, তেমন কোনও উদাহরণ আপাতত হাতের কাছে নেই। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও-য় দেখা গিয়েছে, বলিউডের ব্লকবাস্টার নায়ক নেহাতই ব্যাকগ্রাউন্ড ড্যান্সারের ভূমিকা পালন করছেন। লিড ড্যান্সারের ভূমিকা যিনি পালন করছেন, তিনি বলিউডের কেউ নন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, এহেন আশ্চর্য ঘটনা ঘটেছে ঈশা অম্বানী ও আনন্দ পিরামলের ওয়েডিং সঙ্গীত সেরিমনির আসরে। সেখানকার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হলে দেখা যায়, ‘কোই মিল গয়া’ গানটির তালে সালমান নাচছেন। কিন্তু তিনি হাজির একজন মামুলি ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে। আর সেই কোরিওগ্রাফিতে ‘লিড’ হিসেবে অবতীর্ণ ঈশার ভাই অনন্ত অম্বানী।

জানা যাচ্ছে, ভাইজান ভক্তরা বেদম চটেছেন এই কাণ্ডে। অনেকেই অম্বানীদের ‘টাকার দাপট’-এর কাছে তাঁদের প্রিয় নায়কের নত হওয়ার সমালোচনা করছেন।
অম্বানী-কন্যা ঈশার বিয়ের চোখ ধাঁধানো আয়োজন, প্রাক-বিয়েতেই সেলিব্রিটির ভিড় তার উপরে ‘কোই মিল গয়া’ গানটি শাহরুখ খানের ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) ছবির।এতে শাহরুখ-ফ্যানরা এক হাত নিচ্ছেন সালমান-ভক্তদের। বোঝার উপরে শাকের আঁটির মতো জুটছে ট্রল। বেচারা সলমনের ২০১৮-এর অন্তিম ভাগটা তেমন সুবিধের গেল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button