জৌলুস হিন সাদা মাটা জন্ম দিন পালন রতন টাটার, প্রশংসায় মন কারলেন নেটিজনেদের! ভিডিও ভাইরাল

টাটা সন্স এর চেয়ারম্যান রতন টাটা গত 28 শে ডিসেম্বর 2021 এ নিজের 84 তম জন্মদিন পালন করলেন। তাঁর জন্মদিন উপলক্ষে বহু বিজনেসম্যান ও তারকারা এদিন তাঁকে শুভেচ্ছা জানান। বহু সাধারণ মানুষও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন তিনি বর্তমান যুব সমাজের প্রেরণা।
সম্প্রতি রতন টাটা’র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে নিজের 27 বছর বয়সী অ্যাসিসটেন্ট শান্তনু নায়ডুর সাথে দেখা যাচ্ছে। শান্তনু তাঁর জন্য ভ্যানিলা ফ্লেভারের কাপ কেক এনেছিল। যা রতন টাটা বেশ আনন্দের সাথে কেটে নিজের জন্মদিন পালন করেন।
এই ভিডিওটি মূলত বৈভব ভোইর লিঙ্কডইন এ শেয়ার করেছিলেন। মুহুর্তেই এই ভিডিওটি 55 হাজারের বেশি লাইকস্ পায়। এরপর বিখ্যাত বিজনেসম্যান হর্ষ গোয়েঙ্কা 30 সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে আপলোড করেন। আর 270 হাজার বারের বেশি এই ভিডিওটি দেখা হয় ও 26 হাজার মানুষ লাইক করেন। এই সংখ্যা প্রতি মিনিটে বেড়েই চলেছে।
2014 সালে শান্তনু নিজের জীবন সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে, যেখানে সে লিখেছিল- 5 বছর আগে তার গাড়ির সাথে ধাক্কা লেগে একটি কুকুর মা’রা যায়। যদিও সে কুকুরটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। কিন্তু সব চেষ্টা বিফল হয়। এরপর সে রাস্তার পাশে থাকা কুকুরদের জন্য গলার চকচকে বেল্ট বানায়। যা পরিয়ে দিলে অনেক দূর থেকেই তাদের শনাক্ত করা যাবে।
শান্তনু-র এই কাজে রতন টাটা প্রভাবিত হন। আর তিনি নিজে শান্তনু-কে ফোন করে তাঁর সাথে কাজ করার অফার দেন। এরপর থেকে শান্তনু রতন টাটা-র সাথে যুক্ত হয়। নেট-নাগরিকেরা রতন টাটা-র খুব প্রশংসা করছেন। তাঁদের মতে জীবনে এত কিছু পাওয়ার পরও কোনো কিছু নিয়ে অহংকার নেই রতন টাটা-র। আজও তিনি সরল, স্বাভাবিক জীবন কাটান। তার এই জীবনাদর্শ, জীবনধারা বহু মানুষের প্রেরণার উৎস।