জলের মধ্যে চিংড়ি মাছ নিজের খোলস বদলাচ্ছে, এমন বিরল দৃশ্য আগে কোনদিন দেখেছেন? রইলো সেই ভাইরাল ভিডিও

সাপের খোলস খুলতে আমরা বহুবার দেখেছি বিভিন্ন ভিডিওতে। আমাদের কাছে এটি খুবই সাধারন একটি বিষয়। সাপ বহুবার তার খোলস ছেড়ে নতুন খোলসের মধ্যে প্রবেশ করে। বহু বনে জঙ্গলে আমরা সাপের খোলস দেখতে পাই যার ফলে আমাদের ধারণা হয়, সেই সাপ আসলে কতখানি বড়।
কিন্তু এ তো গেল সাপের কথা। আমরা হয়তো অনেকেই জানিনা চিংড়ি মাছ নিজের খোলস ছাড়তে পারে। চিংড়ি মাছের ছাড়িয়ে আমরা চিংড়ি মাছ খেতে পারি, এটি আমাদের কাছে খুব সাধারন একটি বিষয়। কিন্তু কখনও আমরা চিংড়ি মাছকে খোলস ছাড়তে দেখিনি চাক্ষুষ।
বর্তমানে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, চিংড়ি মাছ কি অভিনব প্রক্রিয়াতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথে সকল এই বিস্ময় প্রকাশ করেছেন। সকলেই জানিয়েছেন, এমন দৃশ্য কোনদিন দেখেননি তারা। সত্যি এটি দেখা রীতিমত ভাগ্যের ব্যাপার।