জন্মদিনে মাসির সাথে খুনসুটিতে ছোট্ট ইউভান!ভিডিও ভাইরাল

আমাদের নিউ স্টার বলিউডের নতুন একজন স্টার যার ভিডিও সোশ্যাল মিডিয়া আসামাত্রই প্রচুর লাইক ও কমেন্টস এর বন্যা বয়ে যায় এবং ভাইরাল হতে সময় নেয় না। তিনি আর কেউ নন রাজ ও শুভশ্রীর একমাত্র যকের ধন ইউভান, ছোটখাটো একটি সুপারস্টার।
তার নামে বহু ইতিমধ্যে ফ্যান পেজ খুলে গেছে, সেখানে ফ্যান ফলোয়ার্স সংখ্যা প্রচুর। প্রতিনিয়ত তার ভিডিও আপলোড হয় এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কখনো বাবা রাজ তার নিজস্ব সোশ্যাল সাইটে তার ছেলের ভিডিও আপলোড করেন, তো কখনো মা শুভশ্রী ছেলের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকেন। সব মিলিয়ে একটা চমকপ্রদ ব্যাপার সোশ্যাল সাইটে প্রতিনিয়ত ঘটে চলে, আর আমরা সেটা প্রতিনিয়ত এনজয় করি।
তেমনি সম্প্রতি একটি নতুন ভিডিও আপলোড হয়েছে যেখানে তাকে দেখা যাচ্ছে সাদাকালো চেকশার্ট নিজেকে স্মার্ট লুকে ধরা দিয়েছেন। মাসির কোলে ছোট্ট ইউভান এত সুন্দরভাবে পোষ্ট দেন, যেন মনে হয় কেউ শিখিয়ে দিয়েছে। তবে জন্ম থেকেই বিভিন্ন ভিডিওর মাধ্যমে এটুকু ধারণা করতেই পারি ইউভান যথেষ্ট স্মার্ট এবং ইন্টালিজেন্ট। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে তাকে দেখা যাচ্ছে, মাসির কোলে হালিশহরের বাড়িতেই আপাতত দিদা ও মাসির সাথে এনজয় করছে সে, এধরনের দুষ্টু-মিষ্টি ভিডিও দেখার জন্য আমরা প্রতিনিয়তই অপেক্ষা করে থাকি, আর করব নাইবা কেন যখন ভিডিওটি হবে সুপারস্টার ইউভানের।