গোয়ার বিচে ছুটি কাটাতে গিয়ে হট প্যান্ট, বিকিনি পরে যৌবনের ঝড় তুললেন “ঝুমা বৌদি” মোনালিসা

সমুদ্রসৈকতে বসে থাকতে আমাদের সকলেরই ভালো লাগে। শুধুমাত্র সমুদ্র সৈকত পাল্টে যায় টাকার হেরফেরে। কেউ কেউ যেখানে ছুটি কাটাতে যান দীঘা অথবা মন্দারমনি,সেখানে আবার কেউ কেউ নিজের ছুটি কাটিয়ে আসেন গোয়া অথবা মালদ্বীপ। নিজের ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমরা সেই সমস্ত ছুটির ছবি শেয়ার করি সকলের সাথে।
নিজের ছুটি কাটানোর একটি ছবি শেয়ার করে অভিনেত্রী মোনালিসা ক্যাপশনে লিখেছেন যে,”আবার আমাকে ফিরিয়ে নিয়ে চলো গোয়াতে”।
বোঝাই যাচ্ছে যে, তিনি বেশ কিছুদিন আগে গোয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন। ফিরে এসে বারবার মনে পড়ে যাচ্ছে সেই সুন্দর স্মৃতি গুলোর কথা। তাই সেই সমস্ত পুরনো ছবি শেয়ার করে স্মৃতি রোমন্থন করছেন অভিনেত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ লকডাউনে গৃহবন্দি হয়ে থাকার পরে নিউ নরমাল লাইফে সকলে ফিরে আসতে চাইছেন। দীর্ঘদিন শুটিং এবং অন্যান্য কাজ বন্ধ ছিল করোনার কারণে। তাই নিজ নিজ কর্ম ক্ষেত্রে ফিরে যাবার আগে সকলেই ছুটি কাটিয়ে আসছে নিজের নিজের মতো করে। সেই ছবিগুলো আমরা দেখতে পাই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।।