“গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর., নবদম্পতিকে স্বাগত জানাতে এমন এক চাঞ্চল্যকর মন্তব্যে করা হয়, তা রীতিমত ভাইরাল

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা ক্যাফ ও অভিনেতা ভিক্কি কৌশল সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন। রাজকীয় ভাবে রাজস্থানে বিয়ের অনুষ্ঠান করেছেন এই নতুন দম্পতি। সম্প্রতি ভিক্কি ও ক্যাটরিনার বিয়ে প্রসঙ্গে বিজেপি নেতা অরুণ যাদব টুইট করেছেন, “গলায় মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, সৌম্য হাসি…. এর মজা করার বদলে তাঁর ইতিহাস ভুলে স্বাগত করুন কারণ তিনি কোনো তৈমুর বা ঔরঙ্গজেবের মা হবেন না।”

এই টুইটের সাথে ক্যাটরিনার একটি ছবিও শেয়ার করেছিলেন অরুণ যাদব। সাধারণত দেখা যায় তারকারা নিজেদের সম্পর্ক হাইলাইট করে ফিল্মের প্রমোশন করেন। এখন তো তারকাদের বিয়ে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ক্যাটরিনা ক্যাফ নিজের দু-হাতের মেহেন্দির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই তারকা দম্পতি বিয়ের পর একসাথে থাকার জন্য মুম্বাইয়ের জুহু এলাকায় 4BHK ফ্ল্যাট কিনেছেন।

ভিক্কি কৌশলের মা ও বাবাকে তাদের ফ্ল্যাটে যেতে দেখা গেছে। জানা যাচ্ছে ফ্ল্যাটের জন্য 1.75 কোটি টাকা তারা ডিপোজিট করেছেন এবং আগামী 36 মাসের জন্য প্রতিমাসের হিসেবে 8 লাখ টাকা করে জমা করা হয়েছে। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিও বিয়ের পর একই অ্যাপার্টমেন্টে থাকতেন। গত রবিবার অর্থাৎ 19 শে ডিসেম্বর তারা গৃহ প্রবেশের অনুষ্ঠান করেছিলেন।

ক্যাটরিনা ক্যাফকে শেষবার অক্ষয়কুমারের সাথে “সূর্যবংশী” সিনেমায় দেখা গেছে। সামনেই সালমান খানের সাথে “টাইগার 3” তেও তাকে দেখা যেতে চলেছে। ভিক্কি কৌশলও কিছু প্রজেক্টে কাজ করছেন। এই নব দম্পতি তাদের ফ্যানদের থেকে অনেক ভালোবাসা পেয়েছেন। মালদ্বীপ থেকে হানিমুন করে ফেরার সময় রিপোর্টার্সদের “বাধাই হো” র উত্তর দিতে দেখা গেছে এই তারকা দম্পতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button