কড়াইয়ের মধ্যে ফুটন্ত জলে দিব্যি বসে রয়েছে শিশু! ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে চর্চায় নেটপাড়া

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সকলে চমকে গেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ইটের উনুনে বসানো রয়েছে বিশাল একটি লোহার কড়াই। তার মধ্যে জল টগবগ করে ফুটছে। কড়াই এর মধ্যে হাত জোড় করে বসে রয়েছে একটি ছোট্ট ছেলে, যার বয়স হবে বড়জোর ৬ থেকে ৯। এরকম একটি সাংঘাতিক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় ২ মিলিয়ন নাগরিক ভিডিওটি দেখে ফেলেছেন এবং চমকে গেছেন।

তবে অনেকেই দাবি করেছেন, এটি হয়তো কোনো বাস্তব ঘটনা নয়। মানুষকে বোকা বানানোর জন্য এবং খ্যাতি অর্জন করার জন্য এখন অনেক কিছুই তৈরি করা হয়, এই ভিডিওটি তার মধ্যে অন্যতম। জলের মধ্যে হাত জোড় করে যে শিশুটিকে দেখতে পাওয়া যাচ্ছে বসে থাকতে, সে চোখ বন্ধ করে হাত জোড় করে বসে রয়েছে এবং চারিদিক থেকে তার দিকে ফুল ছিটিয়ে দিচ্ছেন মানুষেরা। বোঝাই যাচ্ছে এটি কোন কুসঙস্কারাচ্ছন্ন উৎসবের কোন দৃশ্য।

তবে কড়াইয়ের মধ্যে বসে থাকলেও শিশুটির মধ্যে কোনও হেলদোল নেই, কোন অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে না তার মুখে। এমন একটি কান্ড যদি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে মনে করতে হবে, ঐ শিশুটি কোন অলৌকিক ক্ষমতার অধিকারী। ঘটনাটি নিয়ে ভীষণভাবে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। একপক্ষ যেখানে বলছে এই ভিডিওটি সত্যিই কোন ঘটনা এবং এই বালক কোন অলৌকিক ক্ষমতার অধিকারী, তেমনি অন্যদিকে কয়েকজন বলছেন, এটি একেবারে সাজানো ঘটনা। করা এটি অত্যন্ত গভীর এবং নিচের দিকে নিশ্চয়ই ফাঁকা রয়েছে। জলের মধ্যে এয়ার পাম্প বসিয়ে তাকে ফুটন্ত অবস্থায় দেখানো হচ্ছে। এইভাবে ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভিডিওটি নিয়ে কমেন্ট করেছেন বরুণ গ্রোভার। তিনি টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, বিজ্ঞানের ব্যবহার করে ধর্মের দোহাই দিয়ে মানুষকে দিনের পর দিন এইভাবে ঠকিয়ে যাচ্ছেন কিছু অসাধু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button