এয়ারপোর্টে মা শুভশ্রীকে ছেড়ে দিয়ে পালাচ্ছে ছোট্ট ইউভান, রাজ চক্রবর্তী ভিডিও শেয়ার করতে করতেই ভাইরাল

ছোট্ট ইউভানের দুষ্টুমিতে ভরে গেছে সোশ্যাল মিডিয়া, আবারো তার সাক্ষী হলাম আমরা। রাজ-শুভশ্রীর একমাত্র ছেলে ইউভান, তাঁর দুষ্টমিতে মাতিয়ে রেখেছে সকলকে।
এবার তেমনই একটি ভিডিও চোখে পড়ল যেটা ছিল ইউভানের প্রথম বিদেশ সফর। সদ্য তার একবছর পূর্ণ হয়েছে, এরই মধ্যে সে এতটাই পপুলার সোশ্যাল মিডিয়ায়, যে তা আর বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্যেই কয়েকশো ভক্তসংখ্যা তার সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাঁর কিছু ভিডিও আসামাত্রই মুহূর্তে চোখের পলক ফেলার মতো ভাইরাল হয়ে যায়। এতটাই সবাই পছন্দ করে থাকে তাঁকে, জন্ম থেকেই ইউভান এতটাই হাইলাইটেড হয়ে আসছে।
কিছুদিন আগেই ছেলের এক বছর পূর্ণ হয়েছে,এবার তাঁরা ইউভানকে সঙ্গে নিয়ে চললেন মালদ্বীপ সফরে। বেশিরভাগ সেলিব্রেটিরাই ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা হিসেবে বেছে নেন মালদ্বীপকেই। তাই রাজ-শুভশ্রীও তার ব্যতিক্রম হয়নি, তাই ছোট্ট ইউভানকে নিয়ে তাঁরা পাড়ি জমালেন বিদেশ সফরে।
তাই বিদেশ সফরে যেতে গিয়ে কলকাতা এয়ারপোর্টের বাইরে দেখা গেল এক রত্তি ইউভানকে, দাপিয়ে বেড়াচ্ছে সারা এয়ারপোর্ট। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি পুরীর জগন্নাথ মন্দিরে পূজো দিতে গিয়ে সেখানকার ছবি শেয়ার করেছিলেন বাবা রাজ চক্রবর্তী।
আশা করা যায়, এই বিদেশ সফরের বিভিন্ন ছবিও আমরা সোশ্যাল সাইটে পাব। ছোট্ট ইউভানের দুষ্টুমি দেখতে আপামর সবাই ভালবাসি এবং অপেক্ষা করে থাকি কখন তাঁর নতুন ভিডিও দেখতে পাব, এতটাই জনপ্রিয় শিখরে শুভশ্রী ছেলে ইউভান।