একেবারে হুবহু মানুষের মত পাশাপাশি দুটি টিয়া মিলে কথা বলতে বলতে পেয়ারা খাচ্ছে! ভিডিও দেখে তাজ্জব নেট মহল

সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র মানুষ নয়, মানুষের পাশাপাশি বহু পশু পাখির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। কখনো আমরা কোন বানরের হাসির ভিডিও অথবা কখনো কোন টিয়া পাখির গানের ভিডিও সোশ্যাল মিডিয়া দেখতে পাই। তবে এবারের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তা দেখে যে কারোর চক্ষু চড়কগাছ হয়ে যেতে পারে। টিয়া পাখি যে মানুষের গলার স্বর নকল করতে পারে আমরা অনেকেই জানি।

সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে এক ঝাঁক টিয়া পাখিকে একে অপরের সঙ্গে বাংলায় কথা বলতে শুনতে পাওয়া গেছে। একটি টিয়া পাখিকে মানুষের ভাষায় কথা বলতে আমরা হয়তো অনেক সময় দেখেছি কিন্তু এক ঝাঁক টিয়া পাখিকে একে অপরের সঙ্গে মানুষের ভাষায় কথা বলতে হয়তো কখনো আমরা দেখিনি। নিঃসন্দেহে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়ার মতো ভিডিও।

ভিডিওটি দেখে ভীষণ ভাবে অবাক হয়েছেন সকলে। এত সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়া রয়েছে বলেই আমরা দেখতে পেলাম। আজকের যুগে যেখানে পাখি দেখাও আমাদের কাছে দুষ্কর ব্যাপার, সেখানে দাঁড়িয়ে এক ঝাঁক টিয়া পাখিকে এইরকম ভাবে মানুষের ভাষায় কথা বলতে বলতে পেয়ারা খাওয়ার ভিডিও দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button