একদম সাদা মাটা পোশাকের শান্তিনিকেতন ঘুরে এলেন অরিজিৎ সিং! এত বড়ো একজন স্টার হয়েও কোনো অহংকার নেই মন ছুঁয়েছে নেট নাগরিকদের

নিতান্তই সাদামাটা পোশাকে মুখে মাক্স পড়ে অবাধে ঘুরে বেড়ালেন এই বিখ্যাত গায়ক। টেলিভিশনের একটি গানের প্রতিযোগিতা থেকে উঠে আসা এই ছেলেটির আজ জগৎজোড়া খ্যাতি। তিনি আর কেউ নন স্বয়ং অরিজিৎ সিং। যাকে এবার দেখা গেল শান্তিনিকেতনে, যিনি এমন একজন নামকরা ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও নেই তার অহংকার বোধ। সব সময় তাঁর পা থাকে মাটিতেই, আর পাঁচজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে ভালোবাসেন তিনি। তাই এবার স্বয়ং হাজির হয়ে গেলেন শান্তিনিকেতনের প্রখ্যাত বাউল শিল্পী বাসুদেব দাস এর বাড়িতে।
প্রথমে তাকে কেউ চিনতে না পারলেও পড়ে সবাই তাঁকে চিনতে পারেন। এমনকি তাদের বাড়ির সমস্ত কচিকাচাদের সঙ্গে সময় কাটান তিনি। এরপর তিনি শিল্পী বাসুদেব দাস এর থেকে গান শোনারও আবদার করেন, তারপর তিনি যান শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরে যান নিজ গন্তব্যে।
সেই সমস্ত কিছু ভিডিও ফটো সোশ্যাল সাইটে আপলোড হওয়ার পরে তার ভক্তদের মধ্যে দেখা যায় আফসোসের ছায়া। আফসোস করেন যে, এত বড় ব্যক্তিত্বকে এত কাছে এসেও দেখতে না পাওয়া, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তাঁরা। এই ভাবেই নিজের জায়গাটি তৈরি করেছেন অরিজিৎ সিং তার ভক্তদের মাঝে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জের একটি সাধারণ ছেলে তিনি, অরিজিৎ সিং আজও ঠিক তেমনটিই আছেন। তিনি মনে করেন যাতে কেউ না ভাবুক যে তিনি বড় সেলিব্রিটি হয়ে গেছেন, যার ফলে তার সাথে ঠিকভাবে কথা বলা যায় না। তাই তিনি সাধারণ মানুষের সাথে সেই ভাবেই মিশে যান, এছাড়াও বিভিন্ন ভিডিওতে আমরা অরিজিৎ সিংহের সাধারণ মানুষের ভিড়ে মিশে যেতে দেখেছি গুনী মানুষেরা হয়তো এমনই হয়ে থাকেন।