একটি মেয়েকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল- ‘কি কাজ যা বিছানায় করলে মজা ও আরাম দুটোই মেলে?’ যা উত্তর দিল শুনলে চমকে যাবেন।

ইন্টারভিউ চলাকালিন আমরা সবসময় নানান প্রশ্নের সম্মুখিন হয়ে থাকি। দৈনন্দিন জীবনে চলার পথে পড়াশুনোর বাইরেও আমাদেরকে অনেক এমন প্রশ্নের সামনা সামনি হতে হয় যার উত্তর আমাদের সকলেরই অজানা, যার উত্তর দিতে গেলে আমাদের সকলকেই ভাবতে হয়। কিন্তু সব সময় আমরা এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেস্টা করতে থাকি। কখনই কোন কাজে হার মেনে নেওয়া উচিত নয় সব সময় চেষ্টা করা উচিত। তাই আজ আমরা আলোচনা করব এমন কিছু প্রশ্ন নিয়ে যা আপনি আগে কখনো শোনেননি।
প্রশ্নগুলি শুনলেই প্রথমেই আপনার মাথায় একটি উত্তর আসবে যা অত্যন্ত লজ্জাজনক কিন্তু সেই উত্তরটি আদৌ নয়। এই প্রশ্নগুলির উত্তর গুলি সব ডবল মিনিং হতে পারে ।কিন্তু এটার একটাই সঠিক উত্তর হয়ে থাকে ।তাই আসুন এমন কিছু অজানা প্রশ্নের উত্তর আমরা জেনে নি ।
প্রশ্ন :- বল, তোর পেন্টের ভিতর কী আছে যা আমার শারির ভেতর নাই?
উত্তর :- পকেট ।
প্রশ্ন:- বল, গাভীর 4টা আর আমার দুইটা কী ?
উত্তর :- পা
প্রশ্ন:- বল, কোন কাজটা খাটে শুয়ে মজা ও আরাম ?
উত্তর:-ঘুম ।
প্রশ্ন :- বল, কোন জিনিষ কারো ভিতর ডুকে শক্ত হয় আর বের হয় নরমও আঠালো হয়ে ?
উত্তর:- চুইংগাম ।