একটি বিয়ের অনুষ্ঠানে লেহেঙ্গা পরেছিল আরাধ্যা, সৌন্দর্যের দিকে মাকে টেক্কা দিচ্ছে সে। ছবি সোশ্যাল মিডিয়ায় নিমিষে ভাইরাল।

যখনই বলিউডের তারকা কোনো বিয়ে বাড়িতে শামিল হন তখন সেখানকার পরিবেশই বদলে যায়। বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রায়ের সাথে কজিন শ্লোকা শেট্টির বিয়েতে অংশগ্রহণ করেন। বোনের বিয়েতে সব ফাংশনই অ্যাটেন্ড করেন ঐশ্বর্য। বিয়ের বেশকিছু ছবিও ভাইরাল হয়েছে। যেখানে মা কে টক্কর দিতে দেখা গেছে আরাধ্যাকে। ছোটো আরাধ্যা এদিন সিলভার লেহেঙ্গা পরেছিল। আর সাথে ক্যারি করেছিল ম্যাচিং জুয়েলারিও।
মাথায় সিলভার টিকলি, হাতে চুড়ি, কানে ম্যাচিং দুল পরেছিল আরাধ্যা। খোলা চুলে যখন আরাধ্য হেসে পোজ দিচ্ছিল ভীষণ মিষ্টি দেখতে লাগছিল।
একজন ব্যস্ত অভিনেত্রী হওয়া সত্ত্বেও ঐশ্বর্য বোনের বিয়েতে সব নিয়মে ভাগ নিয়েছিলেন। মা-কে বিয়ের নিয়ম করতে ছোট্ট আরাধ্যা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ঐশ্বর্যের বোন শ্লোকা দিদিকে পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন। তার হাতের মেহেন্দিও খুব সুন্দর লাগছিল।
শ্লোকার বিয়েতে ঐশ্বর্য মেরুন রঙের ট্রেডিশনাল আউটফিট পরেছিলেন। সাথে মাথায় টিকলি, হাতে চুড়ি, কপালে টিপ পরে তাকে অপ্সরা লাগছিল। তিনি চুল খোলা রেখেছিলেন।
নিজের বিয়েতে শ্লোকা ট্রেডিশনাল আউটফিট পরেছিলেন। সংগীতের অনুষ্ঠানে মেয়ে ও স্বামীর সাথে ঐশ্বর্যকে নাচতে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিগুলি দেখলে বোঝা যাচ্ছে আরাধ্যা আগের তুলনায় বেশ লম্বা হয়েছে এবং মিষ্টিও। মনে হচ্ছে শীঘ্রই মা ঐশ্বর্যকে টক্কর দিতে চলেছে আরাধ্যা।
ঐশ্বর্যকে শীঘ্রই সাউথের 500 কোটি বাজেটের ফিল্ম “পোন্নিয়িন সেলবন”এ দেখা যেতে চলেছে। অভিষেক বচ্চনকে “বব বিশ্বাস” এবং “দাসবী” র মতো ফিল্মে দেখা যেতে চলেছে।